সংবাদদাতা, ময়নাগুড়ি: কলেজ যাওয়ার পথে গাড়িতে ব্যাগ হারিয়ে বিপাকে পড়েছিল এক ছাত্র। এমন অবস্থায় পাশে দাঁড়াল ময়নাগুড়ি থানার ট্রাফিক বিভাগ। প্রশাসনের তৎপরতায় ফাটাপুকুর থেকে উদ্ধার হল সেই ব্যাগ। পুলিস তন্ময় বর্মন নামে ওই ছাত্রের হাতে ব্যাগটি তুলে দেয়।
সোমবার সকালে জলপাইগুড়ি কলেজে আসার জন্য জামালদহ থেকে এক কলেজ ছাত্র বাসে ওঠে। ভোটপট্টি এলাকায় তিনি টাকা খুচরো করার জন্য গাড়ি থেকে নামেন। হঠাৎ করেই বাসটি স্ট্যান্ড থেকে ছেড়ে দেয়। সেই সময় দিশেহারা হয়ে পড়ে সেই ছাত্র। তাঁর ব্যাগে টাকা সহ তার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের সমস্ত নথিপত্র ছিল। বেশকিছু সময় পর স্থানীয় একজনের বাইকে চেপে ট্রাফিক পুলিসের সঙ্গে যোগাযোগ করে সমস্ত বিষয় তিনি জানান। তৎক্ষণাৎ ময়নাগুড়ি ট্রাফিক বিভাগের পক্ষ থেকে বিভিন্ন ট্রাফিক পয়েন্টে বিষয়টি জানানো হয়। ফাটাপুকুরে বাসটি যাত্রী তোলার জন্য দাঁড়ালে কর্তব্যরত ট্রাফিক পুলিস বাস থেকে ব্যাগটি উদ্ধার করে।
ময়নাগুড়ি থানার ট্রাফিক বিভাগের ওসি অতুলচন্দ্র দাস বলেন, প্রশাসন তার কর্তব্য পালন করেছে। কলেজ ছাত্র তন্ময় বর্মন বলেন, ব্যাগে আসা-যাওয়ার ভাড়া থেকে শুরু করে কিছু দরকারি কাগজপত্র ছিল। ব্যাগটি পেয়েছি। এ জন্য পুলিস প্রশাসনকে ধন্যবাদ। নিজস্ব চিত্র।