• নির্বিঘ্নেই শুরু মাধ্যমিক পরীক্ষা
    বর্তমান | ১১ ফেব্রুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি ও সংবাদদাতা: উত্তরবঙ্গে নির্বিঘ্নেই শুরু হল মাধ্যমিক পরীক্ষা। সোমবার পাহাড় ও সমতলে প্রথম ভাষার পরীক্ষা হয়। শিলিগুড়ি সহ সর্বত্র যানজটের মোকাবিলায় করে পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছে দেয় পুলিস। কোথাও তেমন সমস্যা না হলেও পাহাড়ের কিছু কেন্দ্রে রুম হিটার ছিল না বলে অভিযোগ। সমতলে অসুস্থ হয়ে পড়ে কিছু পরীক্ষার্থী। তাদের একাংশ হাসপাতালের বেডে বসে পরীক্ষা দেয়। তবে অনেকে পরীক্ষা দেয়নি। মোবাইল ফোন নিয়ে পরীক্ষার হলে প্রবেশ করায় আলিপুরদুয়ারে এক পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করা হয়েছে। আজ, মঙ্গলবার ইংরেজি পরীক্ষা। 


    শিলিগুড়ি কার্যত যানজটের শহর। এদিন ৪১টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের পৌঁছে দেয় পুলিস। নকশালবাড়ি ও হাতিঘিষার চারটি স্কুলে গিয়ে পরীক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে জলের বোতল ও পেন তুলে দেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ। দু’জন পরীক্ষার্থী শিলিগুড়ি জেলা হাসপাতালের বেডে বসে পরীক্ষা দেয়। মাদক কারবারিরা তাদের যৌন হেনস্তা করেছে বলে অভিযোগ। এক ছাত্রী উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালের বেডে বসে পরীক্ষা দিয়েছে। অনুপস্থিত ছিল প্রায় ২৬৫ জন। 


    এদিন পরীক্ষার পর হাসিমুখে হল থেকে বেরিয়ে আসে পরীক্ষার্থীরা। তাদের কাছ থেকে প্রশ্নপত্র নিয়ে কোনও অভিযোগ মেলেনি। জেলা মাধ্যমিক পরীক্ষা পরিচালন কমিটির আহ্বায়ক সুপ্রকাশ রায় বলেন, শিলিগুড়িতে প্রথম দিনের পরীক্ষা শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। 


    কোচবিহার জেলার মেখলিগঞ্জ, তুফানগঞ্জ, মাথাভাঙা ও শীতলকুচির চার পরীক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়। এরমধ্যে একজন হাসপাতালে বসে পরীক্ষা দিয়েছে। বাকি তিন ছাত্রী পরীক্ষা দিতে পারেনি। পরীক্ষা দেয়নি ১ হাজার ২৪ জন। আলিপুরদুয়ার জেলায় পর্ষদের নিষেধাজ্ঞা না মানায় একজনের পরীক্ষা বাতিল করা হয়। দু’জন পরীক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেও একজন পরীক্ষা দিতে পারেনি। ফালাকাটায় বহু পরীক্ষার্থীকে বাইকে করে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেয় ট্রাফিক পুলিস। জেলা মাধ্যমিক পরীক্ষা পরিচালন কমিটির যুগ্ম আহ্বায়ক সৌভিক দে সরকার বলেন, হলে মোবাইল ফোন নিয়ে আসায় একজন পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করা হয়েছে। এদিকে, জঙ্গল অধ্যুষিত বনবস্তি ও চা বাগানের পরীক্ষার্থীদের এসকর্ট করে ৪০টি পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেয় বনদপ্তর। 


    জলপাইগুড়ি জেলার মালবাজারে অ্যাডমিট কার্ড ছাড়াই পরীক্ষা কেন্দ্রে পৌঁছয় এক ছাত্রী। তার পরীক্ষা কেন্দ্রে অ্যাডমিট কার্ড পৌঁছে দেয় পুলিস। পরীক্ষা শুরুর আগে জলপাইগুড়ি শহরে গভর্নমেন্ট গার্লস হাইস্কুল ও ফণীন্দ্রদেব ইনস্টিটিউশনের সামনে দাঁড়িয়ে গোলাপ ফুল দিয়ে পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানান পুলিস সুপার খণ্ডবাহলে উমেশ গণপত। জেলাশাসক শামা পারভীন বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। জঙ্গল এলাকায় পরীক্ষার্থীদের এসকর্ট করে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেয় বনদপ্তর। পাহাড়ে কিছু পরীক্ষা কেন্দ্রে রুম হিটার না থাকায় পরীক্ষার পর পরীক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে।
  • Link to this news (বর্তমান)