• মিনিটে ১৭টি স্তোত্র পাঠ করে ইন্ডিয়া রেকর্ডসে নাম তুলল রায়গঞ্জের রীতশ্রী
    বর্তমান | ১১ ফেব্রুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: এক মিনিটে ১৭টি স্তোত্র পাঠ করে ইন্ডিয়া বুক অব রেকর্ডসে নাম তুলল রায়গঞ্জের রীতশ্রী দে। বয়স মাত্র সাত বছর। সাধারণত যে বয়সে অনেক শিশু সাবলীল উচ্চারণ করতে পারে না, সেখানে ঝরঝরে উচ্চারণে ১৭টি সংস্কৃত স্তোত্র পাঠ করে জাতীয় স্তরে নজির গড়েছে ছোট্ট মেয়েটি। 


    এক মিনিটে সে গায়িত্রী মন্ত্র থেকে শুরু করে গুরু প্রণাম মন্ত্র, মহা মৃত্যুঞ্জয় জপ, সূর্য প্রণাম মন্ত্র, শক্তি মন্ত্রের তিনটি শ্লোক, কালী প্রণাম মন্ত্র, চারটি গীতা শ্লোক, শান্তি পাঠের চারটি শ্লোক, প্রাতঃ শরণম মন্ত্র পাঠ করেছে।


    সম্প্রতি এই কৃতিত্বের জন্য ইন্ডিয়া বুক অব রেকর্ডস থেকে শংসাপত্র, মেডেল এসে পৌঁছেছে। যা নিয়ে উচ্ছ্বসিত রীতশ্রীর পরিবার থেকে পাড়া প্রতিবেশীরা। রীতশ্রীর দাবি, বাবা-মার থেকেই তাঁর এই মন্ত্রশিক্ষা। শুদ্ধ উচ্চারণ। তাঁদের থেকে অনুপ্রেরণা পেয়েই এটা সম্ভব হয়েছে। 


    মেয়ের এই সাফল্যে বেজায় খুশি রীতশ্রীর বাবা জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের কর্মী শুভজিৎ দে ও মা প্রিয়াঙ্কা ঘোষ দে। শুভজিৎবাবুর দাবি, আমাদের বাড়িতে পুজোপার্বনের চল রয়েছে। বাড়িতে কালীমন্দিরে নিত্য পুজো হয়। আমি আমার মায়ের কাছ থেকে বিভিন্ন মন্ত্র শিখেছি। 


    পরবর্তীতে আমার মেয়েও ছোট থেকেই বিভিন্ন স্তোত্র শোনে এবং তা অবলীলায় মনে রাখতে পারে। তাই ওকেও আমরা স্বামী-স্ত্রী মিলেও বিভিন্ন স্তোত্র পাঠের ক্ষেত্রে উৎসাহিত করি। সাবলীল উচ্চারণের জন্য এলাকায় বিভিন্ন পুজো অনুষ্ঠানেও স্তোত্র পাঠ করার জন্য ওর ডাক পড়ে। রায়গঞ্জেই একটি ক্লাবের মঞ্চে চণ্ডীপাঠও করেছে। বিষয়টি জানতেন আমার অফিসের সহকর্মীরাও। তাঁদের পরামর্শেই মেয়ের এই গুণাগুণের বিষয়টি নিয়ে ইন্ডিয়া বুক অব রেকর্ডসে জানাই। তাঁরাই অনলাইনে বিভিন্নভাবে মেয়ের এই মন্ত্রপাঠের দক্ষতা যাচাই করে। তখনই জানতে পারি মহারাষ্ট্রের থানের একটি শিশুর সাতটি মন্ত্র বলার রেকর্ড রয়েছে। আমার মেয়ে সেই জায়গায় ১৭টি স্তোত্রপাঠ করে সেই রেকর্ড ভঙ্গ করে। ও ডিসেম্বরে যখন চূড়ান্ত পর্যায়ে স্তোত্রপাঠ করে তখন ওর বয়স ছিল ৬ বছর ১১ মাস ১৮ দিন। এখন ওর বয়স সাত। রীতশ্রীর মা প্রিয়াঙ্কা ঘোষ দে বলেন, ও ছোট থেকেই শান্ত স্বভাবের। পড়াশোনায় ভালো। মেয়ে নাচ, আবৃত্তিও শিখছে।  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)