• বধূকে বিষ খাইয়ে হত্যার অভিযোগ
    বর্তমান | ১১ ফেব্রুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, কালিয়াগঞ্জ: বধূকে বিষ খাইয়ে হত্যার অভিযোগ উঠল স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ থানার চৈনগর গ্রাম পঞ্চায়েতের মহাকালডাঙা এলাকায়। মৃতার নাম সামিমা খাতুন (২৩)। পরিবার সূত্রে খবর, চারবছর আগে হেমতাবাদ থানার বিষ্ণুপুর গ্রাম পঞ্চায়েতের কাস্তরই গ্রামের বাসিন্দা সামিমার বিয়ে হয়েছিল মহাকালডাঙার বাসিন্দা পেশায় শ্রমিক হবিবুর রহমানের সঙ্গে। বিয়ের সময় পর্যাপ্ত পণ দেওয়া হয়েছিল। কিন্তু তারপরেও অতিরিক্ত পণের দাবিতে সামিমার উপরে প্রতিনিয়ত অত্যাচার চলত বলে অভিযোগ। পারিবারিক অশান্তি মেটাতে সালিশি সভাও হয়। তবুও শ্বশুরবাড়ির অত্যাচার কমেনি। শনিবার দুপুরে বিষ খেয়ে অসুস্থ অবস্থায় রায়গঞ্জ মেডিক্যালে ভর্তি করানো হয় বধূকে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে মৃত্যু হয় তাঁর। মৃতার বাবা সইফুর রহমান বলেন, বিয়ের পর থেকে সংসারে অশান্তি লেগেই ছিল। বিভিন্ন সময় আলোচনার মাধ্যমে সমস্যা মেটানোর চেষ্টা হলেও কোনও কাজ হয়নি। মেয়েকে আশঙ্কাজনক অবস্থায় রায়গঞ্জ মেডিক্যালে ভর্তি করানোর পর বেপাত্তা হয়ে যায় শ্বশুরবাড়ির লোকজন। বিষ খাইয়ে আমার মেয়েকে হত্যা করা হয়েছে। ঘটনার পর থেকেই বাড়িছাড়া মৃতার স্বামী সহ শ্বশুরবাড়ির লোকেরা। 


    হেমতাবাদ থানার আইসি সুজিত লামা বলেন, মৃতার বাপের বাড়ির লোকজন  হেমতাবাদ থানায় লিখিত অভিযোগ করেছে। ঘটনার তদন্ত চলছে। অভিযুক্তদের ধরা হবে। স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য মহম্মদ মোস্তফা বলেন, ওই পরিবারে দীর্ঘদিন থেকে অশান্তি চলছিল। পঞ্চায়েতের পক্ষ থেকে ঝামেলা মেটানোর জন্য বেশ কয়েকবার আলোচনায় বসা হয়েছিল। কিন্তু তারপরেও সমস্যা মেটেনি। এরই মধ্যে মেয়েটিকে হত্যার অভিযোগ সামনে আসছে। ঘটনার তদন্ত প্রয়োজন।
  • Link to this news (বর্তমান)