নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ ও সংবাদদাতা, কালিয়াগঞ্জ: পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা রায়গঞ্জ বিন্দোলের বালিয়াডিহি এলাকায়। রবিবার রাতে ওই এলাকায় একটি বাইকের ধাক্কায় ছয় বছরের একটি শিশু জখম হয়। এরপর বাইক চালক ও আরোহীকে ঘিরে বিক্ষোভ দেখায় স্থানীয়রা। অভিযোগ, বাইকচালক বিকাশ বর্মনকে (৫০) বেধড়ক মারধর করা হয়েছে। যার জেরে তাঁর মৃত্যু হয়। স্থানীয়দের একাংশ অবশ্য গণপিটুনির অভিযোগ অস্বীকার করেছেন। পুলিস গোটা ঘটনা খতিয়ে দেখছে।
রায়গঞ্জের পুলিস সুপার সানা আখতার বলেন, একটি দুর্ঘটনায় এক শিশু জখম হয়। সেটা নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়। বাইক আরোহীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। ওই ব্যক্তি শারীরিকভাবে অসুস্থ ছিলেন। তাঁর হার্টের সমস্যা ছিল। তাই মৃত্যুর কারণ স্পষ্ট নয়। বাইকচালকের মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ঘটনার যথাযথ তদন্ত হবে।
দুর্ঘটনাস্থলটি রায়গঞ্জ ব্লকের বিন্দোল গ্রাম পঞ্চায়েতের বালিয়াডিহি মোড়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিকাশ হেমতাবাদের মহাজমবাড়ি থেকে তাঁর স্ত্রী সুমিত্রা বর্মনকে নিয়ে বাইক চালিয়ে বিন্দোলে এক আত্মীয়ের বাড়িতে অন্নপ্রাশনের অনুষ্ঠানে গিয়েছিলেন। অনুষ্ঠান শেষে সেখান থেকে স্ত্রীকে নিয়েই হেমতাবাদে ফিরছিলেন বিকাশ। এমন সময় তাঁর বাইকের সামনে ছয় বছরের এক শিশু কন্যা চলে আসে। বাইকের ধাক্কায় শিশুটি জখম হয়। এতেই উত্তেজিত হয়ে ওঠে স্থানীয়দের একাংশ। তারা বাইক আরোহীকে ঘিরে ধরে তুমুল বিক্ষোভ দেখায়। অভিযোগ,বাইকের চাবি ছিনিয়ে নেওয়ার পাশাপাশি বাইক আরোহীকে ব্যাপক মারধর করা হয়। ঘটনাস্থলেই বাইক চালক বিকাশ ব্যাপক অসুস্থ হয়ে যান। পরে কয়েকজন পরিচিত তাঁকে উদ্ধার করে হেমতাবাদে ফিরিয়ে আনে। এরপর গুরুতর জখম অবস্থায় তাঁকে হেমতাবাদ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু বাঁচানো যায়নি। চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় শোকের ছায়া নেমে আসে বাইকচালকের পরিবারে। শোকস্তব্ধ গোটা এলাকা।
বাইক আরোহীর বাড়ি হেমতাবাদের মহাজমবাড়ি এলাকায়। পরিবারের সদস্য তথা মৃতের ছোট ভাই অমল ও মৃতের স্ত্রী সুমিত্রাদের অভিযোগ, একটা ছোট্ট ঘটনাকে কেন্দ্র করে এভাবে একজনকে পিটিয়ে মেরে দিল। এধরনের গণপিটুনির ঘটনা মানা যায় না। এ ব্যাপারে রায়গঞ্জ থানার পুলিসের কাছে অভিযোগ জানিয়েছি। ঘটনায় জড়িতদের কঠোর শাস্তি চাই। পরিবার সূত্রে খবর, বিকাশ ধান, ভুট্টা সহ বিভিন্ন খাদ্যশস্য মজুত করে বিক্রি করেন। তাঁর স্ত্রী ও দুই ছেলে। এই ঘটনায় বিকাশবাবুর স্ত্রী শোকে মূহ্যমান। এদিকে রায়গঞ্জ থানা সূত্রে খবর, দু’জনকে এই ঘটনায় পুলিস গ্রেপ্তার করেছে।