সংবাদদাতা, কালিয়াচক: পারিবারিক অশান্তির জেরে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে কালিয়াচক থানার কদমতলায়। পুলিস জানিয়েছে, মৃত যুবকের নাম পলাশ মণ্ডল (৩২)। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার দুপুরে পলাশের সঙ্গে তাঁর মায়ের মতভেদ হয়। এরপরই তিনি ঘরে ঢুকে দরজা লাগিয়ে দেন। অনেকক্ষণ ধরে ডাকাডাকির পরেও দরজা না খোলায় দরজা ভেঙে ভিতরে ঢুকতেই তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখেন পরিবারের লোকজন। এরপরই তাঁকে উদ্ধার করে সিলামপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিস মৃতদেহটি ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনাত তদন্ত শুরু করেছে।