সংবাদদাতা, হলদিবাড়ি: সোমবার বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পঞ্চানন স্মৃতি ভবন ও দেওয়ানগঞ্জ পাঠাগারে পালিত হল জাতীয় ক্ষত্রিয় উপনয়ন দিবস। হলদিবাড়ি ব্লকের দেওয়ানগঞ্জ গ্রাম পঞ্চায়েতের পঞ্চানন স্মৃতি ভবনে স্থানীয় রাজবংশী উপনয়ন উদযাপন কমিটির উদ্যোগে দিনটি পালন করা হয়। এদিন স্থানীয় রাজবংশী যুবকদের নিয়ে দেওয়ানগঞ্জ বাজারের পঞ্চানন স্মৃতি ভবনে পুরোহিতের উপস্থিতিতে ১৫ জন রাজবংশী যুবক মস্তক মুণ্ডন করে উপনয়ন গ্রহণ করেন।
এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ পঞ্চানন স্মৃতি ভবন ও পাঠাগারের সভাপতি অনন্ত বর্মন, সম্পাদক রবীন্দ্রনারায়ণ রায় সরকার, সহ সম্পাদক অপূর্বকুমার রায় প্রমুখ।