সংবাদদাতা, নকশালবাড়ি: নকশালবাড়ি ব্লকের হাতিঘিষার মল্লিকজোতে হরিণের দৌড়াত্ম্যে চাঞ্চল্য ছড়ায়। সোমবার কলাবাড়ি বনাঞ্চল থেকে একটি পূর্ণবয়স্ক স্ত্রী হরিণ ওই এলাকায় ঢুকে পড়ে। বনবিভাগের প্রাথমিক অনুমান, চিতাবাঘের তাড়া খেয়ে হয়তো সে গ্রাণে ঢুকে পড়ে। এদিকে হরিণটি ওই এলাকায় ঢুকলে পথ কুকুরের হানায় এদিক ওদিক ছুটতে দেখা যায়। হরিণটিকে বাগে আনতে স্থানীয়রা দৌঁড়ভাগে নেমে পড়েন। পরে হরিণটিকে ধরে বাগডোগরা রেঞ্জের বনকর্মীদের হাতে তুলে দেওয়া হয়। বাগডোগরা রেঞ্জার সোনম ভুটিয়া বলেন, চার বছর বয়সের হরিণটি রাস্তাভুলে কিংবা চিতাবাঘের হাত থেকে বাঁচতে গ্রামে ঢুকে যায়। যদিও খবর পেয়ে হরিণটিকে উদ্ধার করা হয়েছে। প্রাথমিক চিকিৎসার পর হরিণটিকে গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।