• পরীক্ষাকেন্দ্র বদলের দাবিতে বিক্ষোভ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের
    বর্তমান | ১১ ফেব্রুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, শীতলকুচি: দূরত্ব অনেক। তাই পরীক্ষাকেন্দ্র পরিবর্তনের দাবিতে বিক্ষোভ দেখাল উচ্চ মাধ্যমিক পড়ুয়ারা। সোমবার ঘটনাটি ঘটেছে শীতলকুচি ব্লকের নগর ডাকালিগঞ্জ হাইস্কুলে। 


    পড়ুয়াদের অভিযোগ, গতবারের পরীক্ষাকেন্দ্র ডাকঘড়া হাইস্কুল থেকে সরিয়ে এবছর জোরপাটকি হাইস্কুলে করা হয়েছে। নগর ডাকালিগঞ্জ হাইস্কুল থেকে আরও আট কিমি দূরে এই জোরপাটকি হাইস্কুল। সেই তুলনায় ডাকঘরা হাইস্কুলের দূরত্ব মাত্র চার কিমি। পরীক্ষার সময় এতটা পথ যাতায়াতে সমস্যা হতে পারে। তাই কেন্দ্র বদল করা হলে পরীক্ষার্থীদের আর সমস্যায় পড়তে হবে না। 


    এই স্কুলে সায়েন্স বিভাগ থাকায় গ্রামীণ এলাকার বহু পড়ুয়া ভর্তি হয়। এবছর ১৪০ জন পড়ুয়া উচ্চ মাধ্যমিকে বসবে। কিন্তু এতদূরে পরীক্ষাকেন্দ্র হওয়ায় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ও তাদের অভিভাবকরা ক্ষুব্ধ। যদিও এদিন পড়ুয়াদের বুঝিয়ে বাড়ি পাঠিয়ে দেন স্কুলের প্রধান শিক্ষক স্বপন সিংহ। তিনি জানান, আমার স্কুলে ভাঐরথানা, খেংচি, আবুয়ারপাথার সহ বিভিন্ন এলাকার ছাত্রছাত্রীরা পড়তে আসে। তাদের বাড়ি থেকে পরীক্ষাকেন্দ্রের দূরত্ব প্রায় ১৫ কিমি। ওই পরীক্ষাকেন্দ্রে যাতায়াতের কোনও ব্যবস্থা নেই। ছাত্রছাত্রীরা বিষয়টি আমার কাছে তুলে ধরেছে। আমি তাদের দাবি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।
  • Link to this news (বর্তমান)