সংবাদদাতা, হলদিবাড়ি: দিনদুপুরে ক্রেতা সেজে হলদিবাড়ির একটি সোনার দোকানে ঢুকে সোনার চেন ও বালা চুরি করে চম্পট দিল দুই দুষ্কৃতী। সোমবার দুপুরে ঘটনাটি ঘটে শহরের আমেজ মোড় এলাকায়। দুপুরে দুই ব্যক্তি ক্রেতা সেজে এলাকার একটি সোনার দোকানে ঢোকে। দোকানদার বিভিন্ন রকম সোনার গয়না দেখানো শুরু করেন। এরমধেই একজন দুষ্কৃতী দোকান থেকে বেরিয়ে যায়। এরপর সে বাইক নিয়ে দোকানের সামনে হাজির হয়। সেই ছলে সুযোগ বুঝে একটি সোনার চেন ও দুটো সোনার বালা হাতিয়ে নিয়ে বাইকে চেপে চম্পট দেয় আরেকজন। ঘটনার আকস্মিকতা কাটিয়ে দোকান মালিক চেঁচামেচি শুরু করলেও ততক্ষণে এলাকা ছেড়ে পালিয়েছে দুষ্কৃতীরা। খবর দেওয়া হয় হলদিবাড়ি থানায়। এরপরই চারদিকে নাকা চেকিং শুরু করে পুলিস।
এবিষয়ে সোনার দোকানের মালিক জীবন সরকার জানান, এদিন দুপুরে দুই ব্যক্তি ক্রেতা সেজে আমার দোকানে ঢোকে। একেরপর এক সোনার গয়না দেখাতে বলে। তাদের কথামতো আমি বের করে দেখাই। একজন দোকান থেকে বেরিয়ে বাইক নিয়ে দোকানের সামনে রাখে। এরপর আরএক ব্যক্তি একটি দুটি সোনার চেন ও বালা নিয়ে মিনিটের মধ্যে বাইকে করে চম্পট দেয়। খবর পেয়ে আসে হলদিবাড়ি থানার পুলিস। আনুমানিক এক লক্ষ্য ষাট হাজার টাকার সোনার জিনিস চুরি গিয়েছে। হলদিবাড়ি থানায় লিখিত অভিযোগ করি। এবিষয়ে হলদিবাড়ি থানার আইসি কাশ্যপ রাই জানান, লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনার তদন্ত শুরু হয়েছে। খুব শীঘ্রই দুষ্কৃতীদের গ্ৰেপ্তার করা হবে।