সংবাদদাতা, বাগডোগরা: বাগডোগরায় হাতিপ্রবণ এলাকার মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য পাঁচটি সরকারি বাস ও ছোট গাড়ি মিলিয়ে মোট দশটি গাড়ির ব্যবস্থা করল বনদপ্তর। কার্শিয়াং ডিভিশনের বাগডোগরা বনাঞ্চলের বিভিন্ন এলাকা থেকে এবছর প্রায় ৬৫ জন পরীক্ষার্থী মাধ্যমিকে বসেছে। সোমবার প্রথম ভাষার পরীক্ষায় বাগডোগরা সেন্ট্রাল ফরেস্টবস্তি, এমএম তরাই, তারাবাড়ি সহ বিভিন্ন জঙ্গলঘেঁষা গ্রামের মাধ্যমিক পরীক্ষার্থীরা সরকারি বাসে এবং বনদপ্তরের ঐরাবতে চেপে পরীক্ষা দিতে আসে। বাগডোগরা বনদপ্তরের রেঞ্জার ভুটিয়া জানান, বাগডোগরা বনাঞ্চলে প্রায় ৩৫টি হাতি রয়েছে। রবিবার রাতে কয়েকটি হাতি ত্রিহানার গ্রামে ঢুকে পড়ে। এতে মাধ্যমিক পরীক্ষার্থীদের পড়াশোনার ক্ষেত্রে যাতে অসুবিধা না হয়, তাই তৎপরতার সঙ্গে বনদপ্তরের কর্মীরা হাতিগুলিকে জঙ্গলে ফেরান। সোমবার সকাল সকাল প্রত্যেকটি এলাকায় বনদপ্তরের কর্মীরা গিয়ে পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। বনদপ্তরের সহায়তা পেয়ে খুশি প্রকাশ করেছে পরীক্ষার্থীরা। এদিন পরীক্ষা বেশ ভালই হয়েছে বলে জানান চা বাগানের বেশিরভাগ পরীক্ষার্থী। অপরদিকে বাগডোগরা থানা ও ট্রাফিক গার্ডের পক্ষ থেকেও বিশেষ নজরদারি ও ব্যবস্থা নেওয়া হয়েছে মাধ্যমিক পরীক্ষা নিয়ে।