সংবাদদাতা, লালবাগ: সোমবার ব্রিটিশ পপস্টার এড শিরান ও তার টিম এসে পৌঁছলেন অরিজিৎ সিংয়ের জিয়াগঞ্জের বাড়িতে। এর আগে একাধিকবার ভারত সফরে এসেছেন বিশ্বখ্যাত ব্রিটিশ পপ গায়ক এড শিরান। এবার অরিজিৎ সিংয়ের সঙ্গে দেখা করতে সরাসরি মুর্শিদাবাদের জিয়াগঞ্জে এলেন তিনি। সোমবার সকালে অরিজিৎ সিংয়ের বাড়িতে এসে পৌঁছন তিনি। এড শিরান এসে পৌঁছতেই অরিজিৎ বাড়ির গেটের বাইরে বেরিয়ে এসে বুকে জড়িয়ে ধরেন এই পপস্টারকে। তারপর শিরান ও তার টিমকে সাদর অভ্যর্থনা জানিয়ে অফিস ঘরে নিয়ে যান। বিকেলে নিজের স্কুটিতে করেই এড শিরানকে নিয়ে বেরিয়ে পড়েন অরিজিৎ। ভাগীরথীর পাড়ে শিবতলা ঘাটে দু’জনে কিছুক্ষণ সময় কাটান। জিয়াগঞ্জের এই শিবতলা ঘাটে অরিজিৎ সিংয়ের কৈশোর ও যৌবনের অনেকটা সময় কেটেছে। সেই কারণে জিয়াগঞ্জের বাড়িতে থাকলে সন্ধ্যার পর স্থানীয় বন্ধুদের সঙ্গে আড্ডা মারেন অরিজিৎ। এদিনও বিকেলে শিবতলা ঘাট থেকে একসঙ্গে ভাগীরথী বক্ষে নৌকাভ্রমণে বেরিয়ে পড়েন শিরান ও অরিজিৎ। প্রায় একঘণ্টা নৌকৌভ্রমণ করে ফিরে আসেন বাড়িতে। প্রসঙ্গত, এর আগে ভারত বিখ্যাত র্যাপার বাদশা ছুটে এসেছিলেন জিয়াগঞ্জে অরিজিৎ সিংয়ের বাড়িতে। বাদশাকে স্কুটির পিছনে চাপিয়ে নিজের শহর ঘুরিয়ে দেখিয়েছিলেন গায়ক।