নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দেশ থেকে একমাত্র অধ্যাপক হিসেবে এ বছর বিশ্বখ্যাত অ্যাসোসিয়েশন ফর কম্পিউটিং মেশিনারির (এসিএম) ফেলো হলেন খড়্গপুর আইআইটির সুদীপ মিশ্র। সারা পৃথিবী থেকে ৫৫ জন বিজ্ঞানীকে এই ফেলোশিপের সুযোগ দেওয়া হয়েছে। আইআইটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে আইএনএই চেয়ার প্রফেসর হিসেবে কর্মরত সুদীপের ঝুলিতে রয়েছে দেশবিদেশের বহু সম্মান। দেশে ইয়ং সায়েন্টিস্ট, ইয়ং সিস্টেমস সায়েন্টিস্টের মতো পুরস্কারের পাশাপাশি কানাডার কার্লটন ইউনিভার্সিটি থেকে গভর্নর্স গোল্ড মেডেল, কানাডা সরকারের এসইআরসি পোস্ট ডক্টরাল ফেলোশিপ, আলেকজান্ডার ভন হ্যামবোল্ট রিসার্চ ফেলোশিপও পেয়েছেন। আইআইটি খড়্গপুরেই দু’বার ফ্যাকাল্টি এক্সেলেন্স অ্যাওয়ার্ড পেয়েছেন তিনি। মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সানফ্রান্সিসকোয় এসিএমের আনুষ্ঠানিক ইন্ডাকশন ও ফেলোশিপ প্রদান হবে। এই সংগঠন লার্জ স্কেল ইন্টারনেট অব থিংসের ডেটা প্রসেসিং এবং সেনসিং সংক্রান্ত গবেষণা করে। বিবেকহীনভাবে প্রযুক্তিকে ব্যবহারের বিষয়টিও এই সংগঠন নিয়ন্ত্রণ করে।