ধুলিয়ানে ঘাঁটি গেড়েছে জঙ্গি সংগঠন ‘হাট’, চিন্তায় পুলিস
বর্তমান | ১১ ফেব্রুয়ারি ২০২৫
শুভ্র চট্টোপাধ্যায়, কলকাতা: মুর্শিদাবাদের ধুলিয়ানে জঙ্গি সংগঠন হিজবুত তাহিরির (হাট) স্লিপার সেল চিন্তা বাড়াচ্ছে গোয়েন্দাদের। সূত্রের খবর, হাট সংগঠনকে মজবুত করতে এবং জঙ্গিদের প্রশিক্ষণের জন্য বাংলাদেশের এই সংগঠনের শীর্ষ নেতাদের আনাগোনা বেড়েছে নবাবের জেলায়। এই তথ্য আসার পরই মুর্শিদাবাদের কোন কোন স্থানে হাট-এর স্লিপার সেল চলছে, তার তথ্য সংগ্রহ শুরু করেছেন রাজ্য পুলিসের অফিসাররা। তাদের মূলোচ্ছেদ করার জন্য জঙ্গিদমনে প্রশিক্ষিত উইং প্রস্তুতি শুরু করেছে।
বাংলাদেশে বিএনপি জমানায় যথেষ্ট শক্তিশালী ছিল হাট। হাসিনার আমলে লাগাতার তল্লাশি ও ধরপাকড়ের ফলে এই সংগঠনের কোমর ভেঙে যায়। তাদের সদস্যরা গাঢাকা দেয় বিভিন্ন রাজ্যে। ইউনুসের নেতৃত্বধীন অন্তর্বর্তী সরকারের আমলে এই সংগঠন ফের মাথাচাড়া দিয়ে উঠেছে। গোয়েন্দারা জেনেছেন, অন্তর্বর্তী সরকারের পরামর্শদাতা এক সদস্যই হাট-এর সঙ্গে জড়িত। হাট-এর লক্ষ্য হল, বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের একটা বড় অংশকে নিয়ে ‘খিলাফত’ প্রতিষ্ঠা করা। এই পরিস্থিতিতে মুর্শিদাবাদে এই সংগঠনের কার্যকলাপ বৃদ্ধি ভারতীয় গোয়েন্দা অফিসারদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।
গোয়েন্দারা জেনেছেন, সীমান্ত লাগোয়া মুর্শিবাদ জেলাকে বেছে নিয়েছে এই জঙ্গি সংগঠন। ধুলিয়ানে তাদের অনেক পুরনো সদস্যই রয়েছে। সূত্রের খবর, শুধু হাট নয়, এখানে অন্য জঙ্গি গোষ্ঠীরও নেটওয়ার্ক সক্রিয়। খাগড়াগড় বিস্ফোরণের পরই এখানে লাগাতার তল্লাশিতে জেএমবি এবং আনাসারুল্লা বাংলা টিমের একাধিক সদস্য ধরা পড়ে। বিস্ফোরক তৈরির কিছু সরঞ্জামও বাজেয়াপ্ত করা হয় তখন। গোয়েন্দাদের হাতে আসা তথ্য অনুযায়ী, বাংলাদেশে হাট-এর শীর্ষ কর্তারা গত সেপ্টম্বর মাসে ঘুরে গিয়েছে ধুলিয়ানে। তাদের এখানে নিয়ে আসে মুর্শিদাবাদে এই সংগঠনের দায়িত্বপ্রাপ্ত আমির। পুরনো সদস্যদের নিয়ে বৈঠকও করেছে তারা। সূত্রের খবর, কীভাবে সংগঠনকে বাড়াতে হবে এবং এখানে নতুন সদস্য নিয়োগের বিষয়েও কথা হয়েছে ওই বৈঠকে। সেইমতো অনলাইনে সদস্য নিয়োগ চলছে। তাদের ‘দাওয়াত’ দেওয়া হচ্ছে ধুলিয়ানে। এখনও পর্যন্ত এই জেলায় হাট-এর খানচল্লিশের অধিক স্লিপার সেল চলছে। একইসঙ্গে সীমান্তের ওপারে হাট-এর এই দুই মাথা বিভিন্ন খারিজি মাদ্রাসায় অস্ত্র চালানো এবং বিস্ফোরক তৈরির প্রশিক্ষণ দিয়েছে। তাদের ভারতীয় পরিচয়পত্র তৈরি করে দিয়েছে ধুলিয়ানে হাট-এর পক্ষে সক্রিয় এক বড় মাথা। বাংলাদেশ থেকে আসছে টাকা। সেই কারণে ধুলিয়ানে হাট-এর মাথাদের চিহ্নিত করার কাজ শুরু হয়েছে। জঙ্গি মোকাবিলায় দক্ষ রাজ্য পুলিসের বিভিন্ন উইং এই কাজটি করে চলেছে।