• বকখালি-ধর্মতলা রুটের লাক্সারি বাস বন্ধ, সমস্যায় বহু পরীক্ষার্থী
    বর্তমান | ১১ ফেব্রুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, কাকদ্বীপ: গাড়ির কাগজপত্রের সমস্যা আছে। এই অভিযোগে ধরপাকড় শুরু করেছে পাবলিক ভেহিকেলস ডিপার্টমেন্ট। ফলে সোমবার সকাল থেকে বকখালি-ধর্মতলা রুটে দূরপাল্লার বাস বন্ধ রাখা হল। জানা গিয়েছে, এদিন বকখালি থেকে কলকাতার ধর্মতলায় যাওয়ার প্রায় ১৫টি লাক্সারি বাস বন্ধ ছিল। এর ফলে সমস্যায় পড়েছে মাধ্যমিক পরীক্ষার্থীরা। পরীক্ষা শুরুর প্রথম দিন সকাল বেলায় এই রাস্তায় অল্প কিছু বাস চলাচল করেছে। বকখালি ধর্মতলা রুটের লাক্সারি বাসগুলি বন্ধ থাকার কারণে দীর্ঘ সময় ধরে যাত্রীদের বাসস্ট্যান্ডগুলিতে অপেক্ষা করতে হয়। এতে বকখালিতে ঘুরতে আসা পর্যটকরাও সমস্যায় পড়েছেন। দীর্ঘ সময় ধরে তাঁদের হয়রানির শিকার হতে হয়। রাস্তায় বাস কম থাকার কারণে এদিন নামখানা ও কাকদ্বীপের বাসিন্দাদের কলকাতায় যেতেও দুর্ভোগ পোহাতে হয়। 


    এবিষয়ে নামখানার এক বাসিন্দা অপরেশ জানা বলেন, কাকদ্বীপ, ডায়মন্ডহারবার ও কলকাতায় যাওয়ার জন্য এদিন সকালবেলা রাস্তায় গাড়ির সংখ্যা খুবই কম ছিল। কোথাও যাওয়ার জন্য গাড়ি ধরতে হলে দীর্ঘ সময় ধরে বাসস্ট্যান্ডগুলিতে দাঁড়িয়ে অপেক্ষা করতে হয়েছে। বাধ্য হয়েই এদিন মাধ্যমিক পরীক্ষার্থীরা ছোট গাড়িতে করে পরীক্ষা কেন্দ্রগুলিতে পৌঁছেছে। পরীক্ষার দিনগুলিতে এভাবে লাক্সারি বাস বন্ধ রাখা হলে পরীক্ষার্থীরা খুবই সমস্যায় পড়বে। অন্যদিকে, বকখালিতে ঘুরতে আসা পর্যটকরাও সমস্যায় পড়েছেন। কলকাতা থেকে আসা এক পর্যটক নবনীতা সামন্ত বলেন, শনিবার বকখালিতে বেড়াতে এসেছিলাম। সোমবার সকালে বাড়িতে ফেরার কথা। কিন্তু বাসস্ট্যান্ডে এসে দেখছি কলকাতায় যাওয়ার মতো কোনও গাড়ি নেই। দীর্ঘ সময় ধরে স্ট্যান্ডে দাঁড়িয়ে রয়েছি। বুঝতে পারছি না কখন বাড়িতে গিয়ে পৌঁছব। 


    বকখালি থেকে ধর্মতলা রুটে এক লাক্সারি বাসের মালিক অমল সাহা বলেন, একটা সমস্যার কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। এই সমস্যা না কাটলে বাস চলার বিষয়ে এখনই কিছু বলা সম্ভব নয়।  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)