• এসপ্ল্যানেড স্টেশনে আত্মহত্যার জেরে ব্যাহত হল মেট্রো পরিষেবা
    বর্তমান | ১১ ফেব্রুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নর্থ-সাউথ মেট্রো করিডরে ফের আত্মহত্যার ঘটনা। এর ফলে সপ্তাহের প্রথম কাজের দিনেই মেট্রো চলাচলে বিঘ্ন ঘটে। চূড়ান্ত দুর্ভোগে পড়ে অফিস ফেরত জনতা। জানা গিয়েছে, সোমবার রাত ৮টা ৫ মিনিট নাগাদ এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে মরিয়া ঝাঁপ দেন এক পুরুষ যাত্রী। দক্ষিণেশ্বরগামী (এমআর ৩১১) নম্বর রেক প্ল্যাটফর্মে ঢোকার মুখে এই ঘটনা ঘটে। মেট্রোর চালক ইমার্জেন্সি ব্রেক কষলেও শেষ রক্ষা করতে পারেননি। এই ঘটনায় মেট্রো পরিষেবা সাময়িক বন্ধ হয়ে যায়। কারণ এই দুর্ঘটনার খবর কন্ট্রোল রুমে পৌঁছনোর পরই মেট্রোর থার্ড লাইনে বিদ্যুৎ সংযোগ ছিন্ন করে দেওয়া হয়। এদিকে, কলকাতা পুলিস সূত্রে খবর, ওই ব্যক্তিকে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়।


    দীর্ঘ সময় আপ-ডাউনে মেট্রো চলাচল বন্ধ থাকায় ক্ষুব্ধ হয়ে ওঠেন যাত্রীরা। এই স্টেশনে রোজই যাত্রীদের বাড়তি ভিড় হয়। কেননা, এই স্টেশন থেকে হাওড়ার মেট্রোতেও ওঠা-নামা করার সুযোগ পান যাত্রীরা। মেট্রো বিভ্রাটের জেরে দুই লাইনের যাত্রীরাই উদ্বিগ্ন হয়ে পড়েন। অন্যদিকে, কর্মীর অভাবে অধিকাংশ টিকিট কাউন্টার বন্ধ থাকায় টোকেন ফেরত দেওয়া নিয়েও চূড়ান্ত সমস্যা তৈরি হয়। পরবর্তী সময়ে কবি সুভাষ থেকে ময়দান এবং সেন্ট্রাল থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত পরিষেবা চালু হয়। যদিও গোটা রুটে পরিষেবা ফের চালু হতে প্রায় এক ঘণ্টা কেটে যায়।
  • Link to this news (বর্তমান)