• জেলাভিত্তিক সিনার্জি কমিটি তৈরির নির্দেশ জারি নবান্নের
    বর্তমান | ১১ ফেব্রুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বারাসত: জেলাস্তরে শিল্পে লগ্নি প্রস্তাব কার্যকর করতে জেলাভিত্তিক সিনার্জি কমিটি তৈরির নির্দেশিকা জারি করল নবান্ন। এই নির্দেশিকা রাজ্যের প্রতিটি জেলায় পৌঁছে গিয়েছে। জেলাস্তরে কমিটির চেয়ারম্যান হবেন জেলাশাসক। রাজ্যের নির্দেশিকা দ্রুত বাস্তবায়ন করবে এই কমিটি। জেলাভিত্তিক শিল্প, বাণিজ্য, ক্ষুদ্র-মাঝারি শিল্পের বিকাশে পরিকল্পনা তৈরি করবে এই কমিটি। ব্লক বা মহকুমা ভিত্তিক শিল্পে বিনিয়োগের প্রস্তাব এই কমিটি খতিয়ে দেখবে। ১৫ দিন অন্তর সব প্রকল্প নিয়ে পর্যালোচনা করব জেলার কমিটি। তবে, কোন কোন দপ্তরকে এই কমিটিতে আনা হবে, তা এখনও স্পষ্ট করা হয়নি।


    কয়েকদিন আগেই শেষ হয়েছে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। এবার সম্মেলনে ৪ লক্ষ ৪০ হাজার কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব এসেছে। মুকেশ আম্বানি, সজ্জন জিন্দালের মতো সংস্থা বাংলায় শিল্প গড়ার জন্য এগিয়ে এসেছে। এমএসএমইতেও নতুন দিগন্ত খুলতে চাইছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এই প্রস্তাবকে দ্রুত কার্যকর করতে রাজ্যস্তরে তৈরি হয়েছে সিনার্জি কমিটি। ওই কমিটির পাশাপাশি প্রতিটি জেলায় জেলাশাসকের নেতৃত্বে সিনার্জি কমিটি তৈরি করতে উদ্যোগী হল নবান্ন। সেই জন্য প্রতিটি জেলায় নির্দেশিকা পাঠানো হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে, শিল্পায়ন ও শিল্প প্রকল্পগুলির দ্রুত বাস্তবায়নে রাজ্য সরকার সিঙ্গল উইন্ডো সিস্টেম আগেই তৈরি করেছে। সেই সিস্টেমকে সফলভাবে রূপায়িত করতে এই কমিটি পরিকল্পনার উপর নজরদারি ও পরামর্শদাতা হিসেবে কাজ করবে। মূল লক্ষ্য, বিনিয়োগের প্রস্তাব ও ব্যবসায়িক বিষয় সংক্রান্ত যে কোনও পরিষেবার জন্য প্ল্যাটফর্ম তৈরি করা। অনলাইনে বিনিয়োগ প্রস্তাব জমা করতে পারবেন বিনিয়োগকারীরা। জেলাস্তরে প্রয়োজনীয় অনুমতি দেওয়ার কাজ দ্রুত করবে জেলার এই কমিটি। নবান্নের এই নির্দেশিকার পর তৎপর উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসন। জেলার এক কর্তা বলেন, ১৬ জনের কমিটি ধরে নিয়ে প্রস্তুতি শুরু হয়েছে। নির্দিষ্ট দপ্তরকে সঙ্গে নিয়ে জেলার সিনার্জি কমিটি জেলার শিল্পভাবনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। জেলায় কোনও ব্যক্তি বড় শিল্প তৈরি করতে চাইলে জেলা প্রশাসন তাদের সহযোগিতা করবে। রাজ্যের কোনও প্রকল্প যাতে দ্রুত বাস্তবায়িত হয়. তারজন্য সংশ্লিষ্ট জেলার কমিটি পদক্ষেপ করবে। এই কমিটির রিপোর্ট সংগ্রহ করবে শীর্ষদপ্তর।
  • Link to this news (বর্তমান)