• দেড় মাসের মধ্যে শেষ করা হবে শৈলেন মান্না সরণির সৌন্দর্যায়ন
    বর্তমান | ১১ ফেব্রুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, হাওড়া: মুখ্যমন্ত্রীর নির্দেশমতো সেজে উঠছে হাওড়ার ডুমুরজলা স্টেডিয়াম সংলগ্ন শৈলেন মান্না সরণি। আগামী দেড় মাসের মধ্যেই গোটা এলাকার ভোল বদলের পরিকল্পনা করেছে হাওড়া পুরসভা। রাস্তার ধারে বসানো হবে কৃত্রিম ঘাসের গালিচা। বসবে প্রখ্যাত ফুটবলার শৈলেন মান্নার মূর্তি। সোমবার গোটা এলাকা পরিদর্শন করে সেই কাজ খতিয়ে দেখেন হাওড়া পুরসভার মুখ্য প্রশাসক ডাঃ সুজয় চক্রবর্তী। 


    গত ১০ ডিসেম্বর পূর্ব মেদিনীপুর সফরের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ড্রেনেজ ক্যানাল রোডের নাম পরিবর্তন করে বিখ্যাত ফুটবলার শৈলেন মান্নার নামে রাস্তার নামকরণের নির্দেশ দিয়েছিলেন। দু’দিন পর সফর থেকে ফিরে শৈলেন মান্না সরণির উদ্বোধন করেন তিনি। গোটা এলাকাকে ঢেলে সাজানোর নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। একমাস পেরিয়ে গেলেও সেই কাজে গতি না আসায় জানুয়ারি মাসে মুর্শিদাবাদ সফরের সময় উষ্মা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। এরপরেই জোরকদমে শৈলেন মান্না সরণি সৌন্দর্যায়নের কাজে হাত দেয় পূর্তদপ্তর ও হাওড়া পুরসভা। রাস্তার পাশে স্বনির্ভর গোষ্ঠীর জন্য স্টল তৈরির কাজ প্রায় শেষের পথে। পেভার ব্লক বসিয়ে সাজিয়ে তোলা হচ্ছে ফুটপাত। এদিন পুরসভার আধিকারিকদের নিয়ে গোটা এলাকা ঘুরে দেখেন মুখ্য প্রশাসক ডাঃ সুজয় চক্রবর্তী। তিনি বলেন, ‘কৃত্রিম ঘাস বসানো হবে রাস্তার পাশে। সরকারি প্রকল্পের পাশাপাশি এখানে বাংলার বিভিন্ন পর্যটন কেন্দ্রের ছবি শোভা পাবে। শৈলেন মান্নার একটি বড় মূর্তি বসানো হবে। আগামী দেড় মাসের মধ্যেই কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।’


    শৈলেন মান্না সরণি উদ্বোধনের সময় এখানে একটি ট্রাম লাইব্রেরি চালুর পরামর্শ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। জানা গিয়েছে, ট্রাম আনার ক্ষেত্রে কিছু আইনি জটিলতা দেখা দিয়েছে। সেক্ষেত্রে বড় বড় কন্টেইনারকে আধুনিক ডিজাইনের মাধ্যমে ক্যাফেটেরিয়া কিংবা লাইব্রেরির রূপ দেওয়া দেওয়ার চিন্তাভাবনা করছে হাওড়া পুরসভা। বিষয়টি অনুমোদনের অপেক্ষায় রয়েছে বলে জানিয়েছেন মুখ্য প্রশাসক। - নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)