• ৮ মাসে সরকারি ডাক্তারদের প্রাইভেট প্র্যাকটিসে ৫০০ কোটি টাকার ‘ক্লেম’!
    বর্তমান | ১১ ফেব্রুয়ারি ২০২৫
  • বিশ্বজিৎ দাস, কলকাতা: মাত্র ৮ মাসে ৫০০ কোটি টাকার ক্লেম! তাও শুধু স্বাস্থ্যসাথীর রোগীদের প্রাইভেটে দেখেই! অন্যান্য ইনসিওরেন্স ও বিমা না থাকা সাধারণ রোগীদের (পড়ুন ক্যাশ পেশেন্ট) হিসেব বাদ দিয়েই এই অবস্থা। সেই অর্থাঙ্ক জুড়লে এই হিসেব কোন পর্যায়ে যাবে, ভাবলেই যে কারও আক্কেল গুড়ুম হতে পারে। গ্রামীণ হাসপাতাল থেকে মেডিক্যাল কলেজ—রাজ্যের সরকারি চিকিৎসকদের শুধুমাত্র স্বাস্থ্যসাথীর কেস বাবদ এই বিপুল ক্লেম জমা পড়েছে সরকারের কাছে। নিঃসন্দেহে এই অর্থ চিকিৎসক বা সার্জেনের ফিজ সহ রোগীর যাবতীয় চিকিৎসা বাবদ অর্থ। তাও অঙ্কটি নেহাত কম নয়! স্বভাবতই প্রশ্ন উঠেছে, সরকারি হাসপাতাল বা মেডিক্যাল কলেজে সপ্তাহে ৪২ ঘণ্টা বা নিদেনপক্ষে ৩৫-৪০ ঘণ্টা ডিউটি করে প্রাইভেটে শুধু স্বাস্থ্যসাথীরই (অন্যান্য বেসরকারি রোগী বাদে) পৌনে পাঁচ লক্ষ লাখ রোগী দেখা সম্ভব? নাকি জেলায় জেলায় ডিউটি সমঝোতা বা কলকাতার মেডিক্যাল কলেজগুলিতে সকাল ৯টার জায়গায় ১১টায় আসা এবং বিকেল ৪টের বদলে দুপুর ২টোতেই নার্সিংহোমমুখো হওয়ার কল্যাণেই বাজছে মুদ্রার টুংটাং আওয়াজ?  


    সূত্রের খবর, ২০২৪ সালের ১ এপ্রিল থেকে ৩০ নভেম্বর পর্যন্ত সরকারি এবং চুক্তিভিত্তিক অ্যালোপ্যাথিক চিকিৎসকের প্রাইভেটে স্বাস্থ্যসাথীর কেস করার হিসেব থেকে এসব তথ্য জানা যাচ্ছে। নয় ধরনের সরকারি চিকিৎসকের মধ্যে সাত ধরনের চিকিৎসক প্রাইভেটে শুধু স্বাস্থ্যসাথী কেন, অন্য বিমা সংস্থা বা ক্যাশ রোগীর কেসও করতে পারেন না। প্র্যাকটিসিং-নন প্র্যাকটিসিং বিতর্ক খাটেই না তাঁদের ক্ষেত্রে। কারণ পদগুলিই নন প্র্যাকটিসিং। অথচ আইনকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে তাঁরাও কেস করেছেন! উল্লেখযোগ্য বিষয় হল, এই পদগুলির মধ্যে স্বাস্থ্যভবন বা জেলা স্বাস্থ্যদপ্তরের ১৮ জন প্রশাসনিক কর্তাও আছেন। সব মিলিয়ে ৮ মাসে ১৯২৩ জন সরকারি চিকিৎসক রাজ্যজুড়ে প্রাইভেট হাসপাতাল ও নার্সিংহোমে দেখেছেন স্বাস্থ্যসাথীর পৌনে ৫ লক্ষ রোগী! 


    জুনিয়র চিকিৎসক আন্দোলনের অন্যতম মুখ ডাঃ অনিকেত মাহাত বলেন, ‘নন প্র্যাকটিসিং চিকিৎসকদের প্র্যাকটিস সমর্থন করি না।’ সিপিএমপন্থী অ্যাসোসিয়েশন অব হেলথ সার্ভিস ডক্টর্স-এর রাজ্য সম্পাদক ডাঃ উৎপল বন্দ্যোপাধ্যায় বলেন, ‘নন প্র্যাকটিসিং চিকিৎসকদের প্র্যাকটিস এবং প্র্যাকটিসিং চিকিৎসকদের কাজের সময়ে প্রাইভেটে রোগী দেখা একেবারেই সমর্থন করি না। কিন্তু হঠাৎই এ বিষয়ে সরকারকে অতিসক্রিয় দেখছি। সেটা অভয়া কাণ্ডে চিকিৎসকদের একাংশের প্রতিবাদে সোচ্চার হওয়ার প্রতিহিংসা নয় তো!’
  • Link to this news (বর্তমান)