নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শিল্প ও ভাস্কর্যের মেলবন্ধনে ‘স্ট্রোকস অ্যান্ড স্ট্রাইকস’-এর নবম বার্ষিক প্রদর্শনী শুরু হল কলকাতায়। আব্দুল রসুল অ্যাভেনিউয়ের গ্যালারি গোল্ড-এ আয়োজিত ওই প্রদর্শনী চলবে আগামী ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রদর্শনীর সময় দুপুর তিনটে থেকে রাত আটটা পর্যন্ত। এখানে থাকছে চিত্র, ভাস্কর্য, থ্রিডি আর্ট, গ্রাফিক্স প্রিন্টমেকিং— যেগুলি দর্শকরা দেখতে ও কিনতে পারবেন। এবার প্রদর্শনীতে থাকছে গণেশ পাইন, প্রকাশ কর্মকার ছাড়াও যোগেন চৌধুরী, সমীর আইচ, শুভাপ্রসন্ন, শিপ্রা ভট্টাচার্য, সুব্রত গঙ্গোপাধ্যায়ের মতো শিল্পীদের সৃষ্টি। প্রসঙ্গত, গোল্ড গ্যালারিতে আয়োজিত এই প্রদর্শনীর পৃষ্ঠপোষকতায় রয়েছে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস। এখানকার পৃষ্ঠপোষক রঞ্জনা সেন বলেন, সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের প্রাণপুরুষ প্রয়াত শঙ্কর সেনের স্বপ্ন ছিল শিল্পীদের প্রতিভাকে সামনে আনা। সেই পথে এগিয়ে এবার যে শুধু নামজাদা শিল্পীদের ছবিই প্রদর্শনীতে রাখা হয়েছে, তা নয়। ১৬০টি ছবি এবার রাখা হয়েছে, যার মধ্যে বিশেষভাবে সক্ষম শিল্পীদের ছবিও আছে। অপর পৃষ্ঠপোষক জয়িতা সেন বলেন, ভ্যালেন্টাইন্স ডে’র সময়ে শিল্পীদের প্রতি ভালোবাসাকেই তুলে ধরছি আমরা।