শিক্ষামন্ত্রকের স্বয়ম পোর্টালের আউটরিচ প্রোগ্রামে নেই বাংলার কোনও প্রতিষ্ঠান
বর্তমান | ১১ ফেব্রুয়ারি ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অনলাইন ডিগ্রি কোর্সের জন্য বিরাট ডিজিটাল পরিকাঠামো গড়ে তুলেছে শিক্ষামন্ত্রক। পোর্টালের নাম দেওয়া হয়েছে ‘স্বয়ম’ (বাংলায় স্বয়ং)। কোনও স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ে সরাসরি ভর্তি না হয়েই এই পোর্টালে নাম নথিভুক্ত করে কোর্স করতে পারবেন যেকোনও বয়সের মানুষ। বহু কোর্সই একেবারে বিনামূল্যে নয়তো বেশ স্বল্পমূল্যে করে ফেলা যায়। একেবারে সাধারণ ডিগ্রির মতোই এগুলিকে স্বীকৃতি দিচ্ছে কেন্দ্রীয় সরকার। তবে, স্বয়মের আউটরিচ প্রোগ্রামের মানচিত্রে নেই এরাজ্যের কোনও বিশ্ববিদ্যালয়। যেকোনও কেন্দ্রীয় সরকারি প্রকল্পের মতো এক্ষেত্রেও গুরুত্ব দেওয়া হয়েছে বিজেপি শাসিত রাজ্যগুলিকে।
উত্তর-পূর্বের রাজ্যগুলির জন্য আউটরিচ প্রোগ্রাম চলবে অসমের গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ে। উত্তর ভারতের জন্য রয়েছে জম্মু ও কাশ্মীর বিশ্ববিদ্যালয় এবং উত্তরপ্রদেশের বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়। মধ্য ভারতের জন্য ছত্তিশগড়ের গুরু ঘাসিদাস বিশ্ববিদ্যালয়কে বেছে নেওয়া হয়েছে। এদিকে, পূর্ব ভারতের রাজ্যগুলির আউটরিচ প্রোগ্রাম আয়োজন করবে ওড়িশার একটি বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। সেটি পুরোদস্তুর বিশ্ববিদ্যালয়ও নয়। ডিমড টু বি ইউনিভার্সিটির তকমাপ্রাপ্ত। বাংলা তথা পূর্ব ভারতের অন্যান্য রাজ্যগুলি থেকে সেই প্রতিষ্ঠানের আউটরিচ প্রোগ্রামে ৪৫০-৫০০ প্রতিনিধিকে অংশ নিতে বলা হয়েছে। রাজ্যের শিক্ষামহলে এ নিয়ে আপত্তি তৈরি হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একটি কেন্দ্রীয় শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যাপক বলেন, কোন যুক্তিতে বাছাই প্রক্রিয়া চলেছে, তা বোঝা যাচ্ছে না। কোথাও কেন্দ্রীয় প্রতিষ্ঠান বাছা হয়েছে, কোথাও বেসরকারি। কোথাও আইআইটি আবার কোথাও সাধারণ ডিগ্রি বিশ্ববিদ্যালয়। প্রাতিষ্ঠানিক শিক্ষায় পিছিয়ে থাকা রাজ্যগুলিকে অগ্রাধিকার দেওয়া হয়েছে, এমনটাও বলা যাবে না।