• ধাপা জল প্রকল্পের কাজ এই বছরই শেষে করতে চায় পুরসভা
    এই সময় | ১১ ফেব্রুয়ারি ২০২৫
  • দেবাশিস দাস

    ধাপা জল–প্রকল্পের কাজ শেষ করতে কলকাতা পুরসভা জল সরবরাহ বিভাগকে সময়সীমা বেঁধে দিল। ধাপা প্রকল্প বাস্তবায়নের দায়িত্বে থাকা ইঞ্জিনিয়ারদের ২০২৫–এর ডিসেম্বরের মধ্যে কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন পুরকর্তারা।

    সূত্রের খবর, মেয়র ফিরহাদ হাকিম নিজেও চাইছেন, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে ধাপা প্রকল্পের কাজ শেষ হোক। পুরকর্তাদের নির্দেশের পর প্রকল্প নিয়ে যুব্ধকালীন তৎপরতা শুরু হয়েছে দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের। ২০২৬–এ বিধানসভা ভোট। তার আগে দ্রুত ধাপা প্রকল্পের কাজ শেষ করে সংযোজিত ওয়ার্ডের বাসিন্দাদের পরিশোধিত জলের সমস্যা মেটাতে চাইছে পুরসভা।

    জল সরবরাহ নিয়ে সংযোজিত ওয়ার্ডের বাসিন্দাদের বিরূপ মনোভাব যাতে ইভিএমে প্রতিফলিত না হয়, সে জন্যেই পুর–আধিকারিকরা কোমর বেঁধে নেমেছেন। যদিও সংশ্লিষ্ট বিভাগের এক শীর্ষ কর্তা বলেন, ‘ভোটের সঙ্গে জলের সম্পর্ক নেই। বকেয়া কাজ তো কোনও এক সময়ে শেষ করতেই হবে। আমরা শহরের প্রতিটি বাসিন্দাকে পরিশোধিত জল দিতে প্রতিশ্রুতিবদ্ধ।’

    মেয়র ফিরহাদ হাকিম প্রকাশ্যেই জানিয়েছেন, তাঁকে মেয়র করার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছিলেন, যাদবপুর, টালিগঞ্জে পারিশোধিত পানীয় জলের সমস্যার সমাধান করতে হবে। ২০২৫–এর মধ্যে কাজ শেষ করা পুরসভার জল সরবরাহ বিভাগের আধিকারিকদের কাছেও চ্যালেঞ্জের বিষয় হয়ে দাঁড়িয়েছে।

    সংযোজিত ওয়ার্ডে পানীয় জলের সমস্যার সমাধানে পুরসভার জল সরবারহ বিভাগের কাছে ধাপা এবং বৃজির ঢালাই ব্রিজ লাগোয়া জল প্রকল্প সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই দুই প্রকল্পের পাইপলাইন এবং নেটওয়ার্কের কাজ শেষ হলে সংযোজিত ওয়ার্ডে পরিশোধিত পানীয় জলের সমস্যা অনেকটাই মিটবে।

    সংযোজিত এলাকার মধ্যে যাদবপুর এবং টালিগঞ্জের জন্যে রোজ ২৪.২৬ মিলিয়ন গ্যালন জল দরকার হয়। যার সিংহভাগই এখনও গভীর নলকূপ থেকে তোলা হয় বলে পুরসভা সূত্রে জানা গিয়েছে।

    এই সমস্যার সমাধানে ১১০ কোটি টাকা খরচে ২০ মিলিয়ন গ্যালন জল উৎপাদনের ক্ষমতাসম্পন্ন একটি পাম্পিং স্টেশন গড়ে তোলা হচ্ছে ধাপায়। প্রকল্পের পাইপলাইন নেটওয়ার্কের জন্যে আরও ২৫০ কোটি টাকা খরচ করছে পুরসভা। ধাপা প্রকল্প বাস্তাবায়িত হলে ইএম বাইপাস লাগোয়া অঞ্চল এবং পূর্ব কলকাতার অধিকাংশ ওয়ার্ডে পরিশোধিত পানীয় জলের সমস্যা মিটবে।

  • Link to this news (এই সময়)