এই সময়, কালনা: জন্ম থেকেই বাঁ হাত ঠিকমতো কাজ করে না। ঠিকমতো কাজ করে না দুটো পা–ও। স্বাভাবিক হাঁটাচলায় সমস্যা রয়েছে পূর্বস্থলীর বৈদ্যপুরের বাসিন্দা প্রিয়া দেবনাথের। সেই প্রতিবন্ধকতা কাটিয়ে সোমবার বাবার হাত ধরে পরীক্ষাকেন্দ্রে তার নির্দিষ্ট ঘরে পৌঁছে মাধ্যমিকের প্রথম পরীক্ষা দিল সে।
পূর্বস্থলীর শ্যামবাটি রাধাকৃষ্ণ ভৌমিক বিদ্যাপীঠের ছাত্রী প্রিয়ার পরীক্ষার সিট পড়েছে কিছুটা দূরে বিশ্বরম্ভা বিদ্যাপীঠে। বাবা উত্তম দেবনাথ খেতমজুরের কাজ করেন। তিনি বলেন, ‘অভাবের সংসার। আগে বাইরে হোটেলে কাজ করতাম। কিন্তু মেয়ের পড়াশোনার প্রতি প্রথম থেকেই টান। জন্মগত ভাবে ওর একটি হাত ও দুটো পা ঠিকমতো কাজ করে না। মেয়ের যাতে পড়াশোনায় অসুবিধা না হয় তার জন্য ফিরে এসে খেতমজুরের কাজ করি।’
তিনি জানান, স্কুলের প্রধান শিক্ষক সবরকম সাহায্য করেছেন। প্রথম পরীক্ষা ভালোই দিয়েছে প্রিয়া। পরীক্ষা দিয়ে বেরিয়ে বাবার সঙ্গে বাড়ি ফেরার আগে প্রিয়া বলে, ‘পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াতে চাই।’