ইটভাটায় ধস, প্রাণ গেল দুই শিশুর, ব্যাপক বিক্ষোভ বোলপুরে
আজকাল | ১১ ফেব্রুয়ারি ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: ইটভাটার মাটি ধসে মর্মান্তিক পরিণতি। প্রাণ গেল দুই নাবালকের। ঘটনায় ব্যাপক বিক্ষোভে উত্তাল বোলপুর। লাঠি হাতে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। পরিস্থিতি সামাল দিতে পুলিশের অনুরোধের পর ওঠে অবরোধ।
বোলপুরের বড়ডিহা গ্রাম। বোলপুর থানার অন্তর্গত সিঙ্গি গ্রাম পঞ্চায়েতের বড়ডিহা গ্রামে ইটভাটার পাশে খেলতে গিয়েই প্রাণ গেল ওই এলাকার বাসিন্দা সাত বছরের রকি মুর্মু ও আট বছরের কাঞ্চন সরেনের। ইট তৈরির জন্য ভাটায় স্তূপ হয়ে থাকা মাটি ধসে গিয়ে চাপা পড়ে মৃত্যু হয় দুই নাবালকের। সুবিচারের আশায় মৃতদেহ দুটি বোলপুর-সিঙ্গি রাস্তার ওপর রেখে বিক্ষোভ ও অবরোধ শুরু করেন স্থানীয়রা।
স্থানীয়রা লাঠি-সোটা হাতে বিক্ষোভ দেখাতে থাকেন। রাত দশটা নাগাদ, বোলপুরের এসডিপিও রিকি আগরওয়ালের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয় ও মৃতদেহ তুলতে যায়। তখনই ক্ষুব্ধ এলাকাবাসী পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করে পুলিশ। শুরু হয় বচসা। শেষ পর্যন্ত, পুলিশের আশ্বাসে অবরোধ উঠে যায় এবং মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এলাকাবাসীর ক্ষোভ ইটভাটার মালিকের বিরুদ্ধে।