সোমবার থেকে রাজ্যে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা। স্কুল পড়ুয়াদের জীবনে এই পরীক্ষাটিকেই জীবনের প্রথম বড় পরীক্ষা বলে ধরা হয়ে থাকে। কিন্তু মাধ্যমিক পরীক্ষা দিত গিয়ে দৃষ্টান্ত স্থাপন করল পুরুলিয়ার অঞ্জলি সোরেন। দুর্ঘটনায় আহত হলেও, হার মানেনি সে। পায়ে স্টিলের রড বসানো অবস্থায়ও সাহসিকতা ও জেদের পরিচয় দিয়ে অ্যাম্বুলেন্সে চড়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছয় অঞ্জলি। জানা গিয়েছে, পুরুলিয়ার লালি মোদী স্কুলের ছাত্রী অঞ্জলি। তার পরীক্ষা কেন্দ্র ছিল বলরামপুর ব্লকের পাথীডিহ গ্রামের চণ্ডীতলা শিক্ষা নিকেতনে।
জানা গিয়েছে, কয়েকদিন আগেই একটি দুর্ঘটনায় গুরুতর আহত হয় ওই ছাত্রী। অস্ত্রোপচারের মাধ্যমে তার পায়ে স্টিলের রড বসানো হয়। ফলে স্বাভাবিকভাবে চলাফেরা করা তার পক্ষে কঠিন হয়ে পড়ে। তবে, এই শারীরিক প্রতিবন্ধকতাও তাকে দমিয়ে রাখতে পারেনি। মাধ্যমিক পরীক্ষায় বসার জেদেই পুরুলিয়ার বুরডি গ্রাম থেকে অ্যাম্বুলেন্সে চড়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে যায় সে। গুরুতর আহত অবস্থায় এতটা পথ পাড়ি দেওয়া তার পক্ষে কঠিন ছিল। তাই প্রশাসনের সহযোগিতায় বলরামপুর ব্লক থেকে তার জন্য অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়।
শিক্ষা দপ্তর ও প্রশাসনের পক্ষ থেকে পরীক্ষাকেন্দ্রেও অঞ্জলির জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছিল। তাকে বসার জন্য ফাউলার বেডের ব্যবস্থা করে দেওয়া হয়, যাতে সে আরামদায়কভাবে পরীক্ষা দিতে পারে। বেডের সঙ্গে টেবিলের ব্যবস্থাও করা হয় এবং সম্পূর্ণ আলাদা একটি ঘরে তার পরীক্ষার আয়োজন করা হয়। অঞ্জলি প্রথমে চেয়েছিল সে বাড়ি থেকেই পরীক্ষা দেবে। কিন্তু মাধ্যমিক পরীক্ষা বাড়িতে বসে দেওয়ার নিয়ম নেই। সে কারণে প্রশাসনের উদ্যোগে তাকে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়।