নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শহরে একধাক্কায় অনেকটাই বেড়েছে তাপমাত্রা। তবে কী শীত বিদায়ের পথে? সেই বিষয়ে স্পষ্ট করে কিছুই জানা যায়নি। তবে এবারে দক্ষিণবঙ্গ থেকে শীত যে বিদায় নেবে এটা বোঝাই যাচ্ছে। আজ, মঙ্গলবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৪.৮ ডিগ্রি বেশি। গতকাল, সোমবার শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল ২৯.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ০.৫ ডিগ্রি বেশি। এদিন শহরের সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে ৩০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস আজ, মঙ্গলবার শহরের আকাশ থাকবে পরিষ্কার। তবে আগামী কাল, বুধবার শহরে কুয়াশার সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস আগামী দু’দিন উত্তরবঙ্গের হিমালয় সংলগ্ন জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফেব্রুয়ারি মাসের মাঝামাঝিতে দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়তে পারে বলেও পূর্বাভাস হাওয়া অফিসের। গত ২৪ ঘণ্টায় শহরে কোথাও বৃষ্টি হয়নি।