• ভোররাতে খাঁচায় বন্দি মৈপীঠে আতঙ্ক ছড়ানো সেই বাঘ
    প্রতিদিন | ১১ ফেব্রুয়ারি ২০২৫
  • দেবব্রত মণ্ডল, বারুইপুর: পাতা ফাঁদে ধরা পড়ল সুন্দরবনের সেই রয়্যাল বেঙ্গল টাইগার। মঙ্গলবার ভোররাতে খাঁচায় বন্দি মৈপীঠের লোকালয়ে আতঙ্ক ছড়ানো বাঘটি। সেটিকে উদ্ধার করে শারীরিক পরীক্ষানিরীক্ষা করছেন বনদপ্তরের চিকিৎসকরা। বাঘ ধরা পড়ায় স্বস্তি ফিরেছে মৈপীঠের বাসিন্দাদের মধ্যে। 

    গতকালই কুলতলির মৈপীঠ এলাকায় বাঘটিকে ধরার জন্য ছাগলের টোপ ফেলা হয়। গোটা রাত সতর্কই ছিলেন বনকর্মী থেকে গ্রামবাসীরা। ভোররাত সাড়ে তিনটে নাগাদ খাঁচার দরজা বন্ধের আওয়াজ পাওয়া যায়। আন্দাজ করা যায় দক্ষিণরায় জব্দ হয়েছে।

    পরে গিয়ে দেখা যায়, বাঘটি টোপ দেওয়া ছাগলটি খাঁচার ভিতর খাচ্ছে। অনুমান করা হচ্ছে, বাঘটি বেশ ক্ষুধার্ত ছিল। সেজন্যই সে জঙ্গল ছেড়ে লোকালয়ে খাবারের সন্ধানে হানা দিয়েছিল। ধরা পড়া বাঘটি পুরুষ। আনুমানিক বয়স ১০ বছর। সম্পূর্ণ স্বাস্থ্যপরীক্ষার পরেই সেটিকে জঙ্গলে ছাড়া হবে বলে জানা গিয়েছে।

    গত রবিবার নদী পেরিয়ে মৈপীঠে ঢুকে পড়ে ওই বাঘটি। প্রায় লোকালয়ের কাছাকাছি বনাঞ্চলে চলে আসে সে। বনকর্মীরা জাল দিয়ে এলাকা ঘিরতে থাকেন। সোমবার সকালে নাগেনাবাদ এলাকা জাল দিয়ে ঘিরে হচ্ছিল। সেসময় বাঘটি গণেশ শ্যামল নামে টাইগার রেসকিউ টিমের কর্মীর উপর ঝাঁপিয়ে পড়ে। তাঁকে বাঁচাতে অন্যান্যরা লাঠি নিয়েই বাঘকে পালটা হামলা করে। সুন্দরবনের লোকালয়ে বাঘে-মানুষে লড়াইয়ের সেই ঘটনা দিনভর চর্চাতেও ছিল।

    পালটা হামলার জেরে ওই ব্যক্তিকে ছেড়ে বাঘ গা ঢাকা দিয়েছিল। ওই ব্যক্তির মাথায়, মুখে আঘাত লেগেছে। তিনি কলকাতার এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বেশ কয়েক দিন ধরেই মৈপীঠ এলাকায় নদী পেরিয়ে বাঘের আনাগোনা দেখা যাচ্ছে। 
  • Link to this news (প্রতিদিন)