• শহরকে ‘আলবিদা’ শীতের! একধাক্কায় চড়ল তাপমাত্রা, জেলায় হালকা হিমেল আমেজ
    প্রতিদিন | ১১ ফেব্রুয়ারি ২০২৫
  • নিরুফা খাতুন: ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে শহর থেকে পাট গুটিয়ে ফেলল শীত। একধাক্কায় তাপমাত্রা বাড়ল বেশ কয়েক ডিগ্রি। মঙ্গলবার সকালে মেঘলা আকাশ আর কুয়াশাচ্ছন্ন আবহাওয়ায় টের পাওয়া গেল উষ্ণতার পরিবর্তন। হাওয়া অফিসের পূর্বাভাস, জেলাগুলিতে এখনও হিমেল আমেজ থাকবে। তবে শহর থেকে মুখ ফিরিয়ে এই মরশুমের মতো বিদায় নিয়েই নিল শীত। আগামী দুদিন তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস রয়েছে। শুক্রবার থেকে আবার পারদ পতনের সম্ভাবনা।

    আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে উত্তর-পশ্চিম ভারতে। এছাড়া উত্তর ভারতে রয়েছে জেড স্ট্রিম উইন্ড। রাজস্থান এবং উত্তর-পূর্ব বাংলাদেশ ও অসমে জোড়া ঘূর্ণাবর্তের জেরে উষ্ণতায় এতটা হেরফের ঘটছে। মঙ্গলবার থেকেই দক্ষিণবঙ্গে পারদ চড়ছে। ইতিমধ্যেই তাপমাত্রা অনেকটা বেড়েছে কলকাতা-সহ সংলগ্ন জেলাগুলির তাপমাত্রা। বৃহস্পতিবারের মধ্যে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি পাবে বলে পূর্বাভাস হাওয়া অফিসের। শুক্রবার থেকে পারদ ফের নিম্নমুখী হতে পারে এবং সপ্তাহান্তে জেলায় জেলায় শীতের আমেজ অনুভূত হবে।

    মঙ্গলবার সকালে রাজ্যজুড়ে আংশিক মেঘলা আকাশ ছিল। পরে আকাশ পরিষ্কার হয়ে উঁকি দিয়েছে রোদ। সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা। বুধবার কুয়াশার পরিমাণ বাড়তে পারে। বিক্ষিপ্তভাবে ঘন কুয়শায় ঢাকা থাকতে পারে সংলগ্ন জেলাগুলি। দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পংয়ের পার্বত্য এলাকায় বৃষ্টির পূর্বাভাস। বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে। দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় হালকা তুষারপাতের পূর্বাভাস শুনিয়েছে হাওয়া অফিস। উত্তরবঙ্গের চার জেলা আজ হালকা থেকে মাঝারি কুয়াশাচ্ছন্ন। সকালে কুয়াশায় মুখ ঢেকেছে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলা। বাকি জেলাতে হালকা কুয়াশা। আগামী পাঁচদিন উত্তরবঙ্গের তাপমাত্রার খুব একটা পরিবর্তন নেই। বৃষ্টিপাতের সম্ভাবনাও নেই।

    আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, কলকাতায় গত দুদিনে ৭ ডিগ্রি সেলসিয়াস চড়ল তাপমাত্রার পারদ। সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে ২২ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। আগামী দুদিন তাপমাত্রার বড়সড় পরিবর্তন নেই। শুক্রবার থেকে কমতে পারে তাপমাত্রা। তবে শহরে শীতের আমেজ ফেরার আশা প্রায় নেই বললেই চলে। আজ, মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২২.৫ ডিগ্রি। সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৪ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৩৯ থেকে ৯৮ শতাংশ।
  • Link to this news (প্রতিদিন)