• কলকাতার নামী ইংরেজি মাধ্যম স্কুলে অগ্নিকাণ্ড
    এই সময় | ১১ ফেব্রুয়ারি ২০২৫
  • শহর কলকাতায় ফের অগ্নিকাণ্ডের ঘটনা। নারকেলডাঙা, তারাতলার পর এ বার পাম অ্যাভিনিউ। মঙ্গলবার সকালে শহরের প্রথম সারির নামী স্কুলে ঘটল আগুন লাগার ঘটনা।

    জানা গিয়েছে, পাম অ্যাভিনিউয়ের অশোকা হল গার্লস স্কুলে এ দিন বেলা পৌনে একটা আগুন লাগে। খবর পেয়ে দ্রুত ওই স্কুলে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন। কিছুক্ষণের মধ্যেই নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। আগুন লাগার কারণ খতিয়ে দেখছে দমকল কর্তৃপক্ষ।

    সূত্রের খবর, রক্ষণাবেক্ষণের কাজের জন্য এ দিন বন্ধ ছিল স্কুল। পড়ুয়া বা শিক্ষকরা কেউই স্কুলে আসেননি। স্কুল বন্ধ থাকায় এড়ানো গিয়েছে বড় দুর্ঘটনা । স্কুলে পড়ুয়ারা উপস্থিত থাকলে বিপদ হতে পারত। তবে পড়ুয়া বা শিক্ষাকর্মীরা না থাকলেও, রক্ষণাবেক্ষণের কাজে যুক্ত থাকা শ্রমিকরা তখন স্কুলে উপস্থিত ছিলেন। শ্রমিকরা সকলেই সুরক্ষিত রয়েছেন।

    প্রাথমিক ভাবে অনুমান, স্কুলের এয়ারকন্ডিশন থেকে শর্ট সার্কিট হলে আগুন লাগার ঘটনা ঘটেছিল। আগুনের খবর পেয়ে ভিড় জমান স্থানীয়রা। ভিড়ে যানজট তৈরি হলে পুলিশ সবাইকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

  • Link to this news (এই সময়)