• আইফোন হারালেন তৃণমূলের হুমায়ুন, বিধানসভায় ‘হইচই’, পরে জানা গেল মোবাইল ছিল...
    এই সময় | ১১ ফেব্রুয়ারি ২০২৫
  • বিধানসভার মধ্য থেকে আইফোন খুইয়েছিলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। এক ঘণ্টারও কম সময়ে সেই ফোন উদ্ধার হলো কিড স্ট্রিট থেকে। 

    মঙ্গলবার বাজেট অধিবেশনে যোগ দিতে হুমায়ুন কবীর বিধানসভাতে যান। বেশ কিছুক্ষণ লবিতে বসে নিজের কাজ করছিলেন তিনি। সেই সময়ে পাশেই রাখা ছিল তাঁর ফোনটি। ভুল করে তিনি ফোনটি সোফায় রেখে চলে যান। কিছুক্ষণ পর তা আর খুঁজে পাননি বিধায়ক। ফোন না পেয়ে মার্শালকে জানান তিনি। তৃণমূল বিধায়কের কাছে দুটি ফোন ছিল। তার মধ্যে খোয়া গিয়েছিল আইফোনটি। 

    সূত্রের খবর, তিনি বিধানসভার লবিতে জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেনের সঙ্গে কথা বলছিলেন। বিধানসভা অধিবেশনের জন্য বেল পড়ার পরে মূল কক্ষের দিকে এগিয়ে যান জাকির এবং হুমায়ুন। একটি ফোন হুমায়ুনের সঙ্গে থাকলেও আইফোনটি তিনি সোফায় ফেলে যান। কিছুক্ষণ পরে তিনি ফিরে এসে আর ফোনটি দেখতে পাননি। এরপরেই মার্শালকে তিনি বিষয়টি জানান। খবর দেওয়া হয় হেয়ার স্ট্রিট থানাতেও। 

    বিধানসভায় আঁটসাঁট নিরাপত্তা ব্যবস্থা থাকে। সেখানে এক বিধায়কের ফোন কী ভাবে খোয়া গেল? তা নিয়ে উঠছে প্রশ্ন। হুমায়ুন বলেন, ‘আমি বিধানসভার লবিতে সোফায় বসেছিলাম। আমার পাশেই বসেছিলেন জাকির হোসেন। অধিবেশন শুরুর হুটার বাজতেই আমি তড়িঘড়ি উঠে চলে যাই। ফোনটা ভুল করে সোফার উপর রেখে চলে গিয়েছিলাম। মিনিট পাঁচেক বাদেই ফিরে এসে ফোনটা আর খুঁজে পাইনি।’ পরে সেই ফোনটি কিড স্ট্রিট থেকে উদ্ধার হয়। 

  • Link to this news (এই সময়)