গত বছরই উত্তরবঙ্গে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। এ বার ফের উত্তরবঙ্গে ট্রেন দুর্ঘটনা, যা ঘটেছে বামনহাট স্টেশনে। সূত্রের খবর, মঙ্গলবার সকাল সাড়ে ৯টা নাগাদ ইঞ্জিন ঘোরানোর সময় স্টেশনে দাঁড়িয়ে থাকা একটি প্যাসেঞ্জার ট্রেনে তা সজোরে ধাক্কা দেয়। তাতেই আহত হয়েছেন কয়েকজন যাত্রী।
সূত্রের খবর, ১৫৪৬৮ শিলিগুড়ি ইন্টারসিটি এক্সপ্রেসের ইঞ্জিনটির দিক পরিবর্তন করার সময়ে এই দুর্ঘটনা ঘটে। হঠাৎ করে ইঞ্জিনটি সজোরে ধাক্কা দেয় প্যাসেঞ্জার ট্রেনটিতে। এর ফলে শিলিগুড়ি ইন্টারসিটি এক্সপ্রেসের প্রথম কামরায় থাকা বেশ কয়েকজন যাত্রী আহত হন। তাদের মধ্যে দুই শিশু-সহ মোট চারজন যাত্রী রয়েছেন। আহতদের উদ্ধার করে বামনহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় রেল পুলিশ। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
বিমল চক্রবর্তী নামে ট্রেনের এক যাত্রী বলেন, ‘আমি সেই সময় ট্রেন থেকে নেমে দাঁড়িয়েছিলাম। হঠাৎ দেখি ইঞ্জিনটি পিছিয়ে এসে ধাক্কা দিল ট্রেনটিকে। একজনের মাথা ফেটে গিয়েছে।’ ঘটনায় অন্যান্য যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। এখনও ট্রেনটি ওই স্টেশনেই দাঁড়িয়ে রয়েছে। ফলে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
সূত্রের খবর, ইঞ্জিনের দিক পরিবর্তন করার প্রক্রিয়াটি নিয়মিত করা হয়। কী কারণে ইঞ্জিনটি নিয়ন্ত্রণ হারাল? তা নিয়ে উঠছে প্রশ্ন। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন রেলের পদস্থ কর্তারা। কী ভাবে দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে।