বারুদের স্তূপে বীরভূম? ফের বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার বীরভূমে। সূত্রের খবর, সোমবার রাতে রামপুরহাট থানার মনসুবা মোড় থেকে ৩২০ বস্তা অ্যামোনিয়াম নাইট্রেট উদ্ধার করে পুলিশ। উদ্ধার হওয়া বিস্ফোরকের মোট ওজন ১৬ হাজার কেজি। ১৬ চাকার একটি ট্রাকে ওই পরিমাণ অ্যামোনিয়াম নাইট্রেট নিয়ে যাওয়া হচ্ছিল।
ট্রাকের চালক, খালাসি-সহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের একটি সূত্র জানায়, যে সব ব্যাগে ওই বিস্ফোরক নিয়ে যাওয়া হচ্ছিল সেই সব ব্যাগে ব্যাচ নম্বর লেখা ছিল না। ব্যাচ নম্বর মুছে ফেলা হয় বলে পুলিশের সন্দেহ। ট্রাকে থাকা মালের চালান, ইনভয়েসেও গোলমাল রয়েছে বলে পুলিশের দাবি।
অ্যামোনিয়াম নাইট্রেট কোনও নাশকতার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল, না পাথর খাদানে বিস্ফোরণ ঘটাতে নিয়ে যাওয়া হচ্ছিল তা খতিয়ে দেখছে পুলিশ। গত বছর বীরভূম থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ জিলেটিন স্টিক ও ডিটোনেটর। ওই ঘটনার তদন্ত করছে এনআইএ।
বিস্তারিত আসছে.....