• জীবনের স্বপ্নপূরণের জন্য মায়ের কোলে চেপে মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে আমিনুল ...
    আজকাল | ১১ ফেব্রুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে জীবনের প্রথম বড় পরীক্ষা, মাধ্যমিক দিচ্ছে হরিহরপাড়া হাই স্কুলের ছাত্র আমিনুল শেখ। তাও আবার মায়ের কোলে চেপে। হরিহরপাড়ার ডলটনপুরের বাসিন্দা আমিনুলের মাধ্যমিকের আসন পড়েছে বারুইপাড়া হাইস্কুলে। মা এবং বন্ধুদের সঙ্গে টোটোয় চেপেই পরীক্ষা কেন্দ্রে আসছে সে। তারপর মায়ের কোলে করে পৌঁছে যাচ্ছে পরীক্ষার ঘরে এবং অন্যান্য সকল পরীক্ষার্থীর সঙ্গে একই ঘরে বসে পরীক্ষা দিচ্ছে সে। 

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে , আমিনুলের বাবা এবং ছোট ভাই দু'জনেই বিশেষভাবে সক্ষম। কিন্তু সে নিজে সমস্ত শারীরিক প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে জীবনে সফল হওয়ার লক্ষ্যকে সামনে রেখে মাধ্যমিক পরীক্ষা দিতে বসেছে। তার এই হার না মানা অদম্য ইচ্ছাকে অভিনন্দন জানিয়ে হরিহরপাড়া হাইস্কুলের  শিক্ষক স্বপনকুমার শাসমল বলেন, 'আমাদের স্কুলের ছাত্র আমিনুল জন্ম থেকেই বিশেষভাবে সক্ষম। তার শরীরের নিচের অংশ দীর্ঘদিন ধরে অসাড় । কিন্তু তার হাতে কোনও সমস্যা নেই।  আমাদের স্কুলের সমস্ত পরীক্ষায় সে উত্তীর্ণ হয়ে একের পর এক ক্লাসে উঠেছে। ওর প্রতি আমাদের শুভেচ্ছা রইল। আর ওকে দেখে অন্যান্যদের অনুপ্রাণিত হওয়া উচিত।' 

    পরীক্ষা কেন্দ্রে যাতে ওই ছাত্রের কোনওরকম অসুবিধা না হয় সেই দিকে কড়া নজর রেখেছে স্কুল কর্তৃপক্ষ ও প্রশাসন। পাশাপাশি ছেলেকে কোলে করে মাধ্যমিক পরীক্ষার দোরগোড়ায় নিয়ে এসে গর্বিত আমিনুলের মাও। ছেলে যাতে ভালভাবে পরীক্ষা দিতে পারে, এখন সেই প্রার্থনাই করছেন তিনি।
  • Link to this news (আজকাল)