• অশোকনগরে সুইসাইড মাধ্যমিকের ছাত্রীর, পরীক্ষা দিতে যাওয়ার সময় কুপ্রস্তাব?
    আজ তক | ১১ ফেব্রুয়ারি ২০২৫
  • উত্তর ২৪ পরগনার অশোকনগর থানার গুমা এলাকায় হৃদয়বিদারক ঘটনা। জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিকের প্রথম দিন সফলভাবে শেষ করেও আর দ্বিতীয় দিনের পরীক্ষা দেওয়া হলো না সোনালি খাতুনের। সোমবার রাতে নিজের ঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে সে। পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে এক যুবকের উত্যক্ত করার কারণেই এই চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে মেয়েটি।

    পরীক্ষার দিনও উত্যক্তের শিকার
    সোনালি খাতুন গুমা হাইস্কুলের ছাত্রী ছিল এবং রাজীবপুর হাইস্কুলে তার পরীক্ষার কেন্দ্র ছিল। সোমবার সকালে সে হাসিমুখে পরীক্ষা দিতে বের হয়েছিল। কিন্তু অভিযোগ, স্কুলে যাওয়ার সময় এক যুবক তাকে কটূক্তি করে এবং পরীক্ষার পর ফেরার পথেও তাকে বিব্রত করে। শুধু তাই নয়, যুবকটি তাকে বিয়ের জন্য চাপ দেয় ও রাস্তা আটকে হেনস্থা করে।

    পরিবারের অভিযোগ
    মৃতার পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে এই হয়রানির শিকার হচ্ছিল সোনালি। বিষয়টি নিয়ে সে মানসিকভাবে অত্যন্ত চাপে ছিল। সোমবারের ঘটনার পর বাড়ি ফিরে সে চরম হতাশ হয়ে পড়ে। কারও সঙ্গে কথা বলেনি, এমনকি খাওয়াদাওয়াও করেনি। পরে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। রাতের দিকে পরিবারের লোকজন ঘরে ঢুকে দেখে, সে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছে।

    প্রশাসনের ভূমিকা ও তদন্ত
    ঘটনার খবর পাওয়া মাত্রই পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে এবং তদন্ত শুরু করেছে। মৃতার পরিবারের অভিযোগের ভিত্তিতে উত্যক্তকারী যুবকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে এবং স্থানীয়রা দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি চাইছেন।

    নারী সুরক্ষা নিয়ে প্রশ্ন
    এই মর্মান্তিক ঘটনায় সমাজে নারীদের নিরাপত্তার বিষয়টি আবারও আলোচনার কেন্দ্রে এসেছে। উত্যক্তকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিলে ভবিষ্যতে আরও অনেক মেয়েকে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হবে।

     
  • Link to this news (আজ তক)