শীত প্রায় বিদায় নিয়েছে রাজ্য থেকে। এখন আর কম্বলের প্রয়োজন নেই, পাতলা চাদরেই স্বস্তি মিলছে। মঙ্গলবার সকালেও কলকাতায় শীতের প্রকোপ ছিল না বললেই চলে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আপাতত রাজ্যের সর্বনিম্ন তাপমাত্রা সামান্য বাড়তে পারে, তবে কয়েকদিন পর আবার পারদ নামতে পারে।
বৃষ্টির সম্ভাবনা ও তাপমাত্রার পরিবর্তন
আবহাওয়া দফতর জানিয়েছে, রাজ্যের দুই জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং ও কালিম্পং জেলায় আজ ও আগামীকাল কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে। এমনকি দার্জিলিঙে তুষারপাতের সম্ভাবনাও রয়েছে। আগামী দু’দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। তবে এরপর ফের দুই দিনের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।
কলকাতার তাপমাত্রা ও আর্দ্রতা
আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে, আর সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৯৩ শতাংশ এবং সর্বনিম্ন ৩৯ শতাংশ থাকার সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গের আবহাওয়া পরিস্থিতি
১৬ ফেব্রুয়ারি পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে মূলত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। তবে দার্জিলিং ও কালিম্পং জেলায় ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিংয়ে তুষারপাত হতে পারে বলে আবহাওয়া দফতর জানিয়েছে।