আইফোন হারালেন তৃণমূলের হুমায়ুন, মিলল কিড স্ট্রিট থেকে
দৈনিক স্টেটসম্যান | ১১ ফেব্রুয়ারি ২০২৫
বিধানসভায় বাজেট অধিবেশনে যোগ দিতে এসে ফোন হারালেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। যদিও ঘণ্টা খানেকের মধ্যেই তাঁর ফোন উদ্ধার হয়। সূত্রের খবর, বিধায়কদের জন্য নির্ধারিত এমএলএ হস্টেলের ঘর থেকে সেই ফোন উদ্ধার হয়েছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন, এটা চুরির ঘটনা নাকি বিধায়ক নিজেই ভুলে ফোন ঘরে ফেলে এসেছিলেন। এদিকে ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকী জানিয়েছেন, সিউড়ির তৃণমূল বিধায়ক বিকাশ রায় চৌধুরীর ফোনও নাকি খোয়া গিয়েছিল, সেটিও নাকি অল্প সময়ের মধ্যে পাওয়া গিয়েছে।
মঙ্গলবার বাজেট অধিবেশনে যোগ দিতে হুমায়ুন কবীর বিধানসভায় যান। লবিতে বসে জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেনের সঙ্গে কথা বলছিলেন। বিধানসভা অধিবেশনের জন্য বেল পড়ার পরে মূল কক্ষের দিকে এগিয়ে যান জাকির এবং হুমায়ুন। হুমায়ুনের দাবি, আইফোনটি তিনি সোফায় ফেলে যান। কিছুক্ষণ পরে তিনি ফিরে এসে আর ফোনটি দেখতে পাননি। আরেকটি ফোন অবশ্য বিধায়কের সঙ্গেই ছিল। এরপর গোটা বিষয়টি তিনি মার্শালকে জানান। খবর দেওয়া হয় হেয়ার স্ট্রিট থানাতেও।
হুমায়ুন বলেন, ‘সিটের পাশেই ফোন রেখেছিলাম। পাশের সিটে জাকির বসেছিল। তাঁর সঙ্গে কথা বলছিলাম। এরপর বেল বাজায় উঠে চলে যাই। তখনই খেয়াল করি পকেটে একটা ফোন আছে, আর একটা নেই। সঙ্গে সঙ্গে ফিরে এসে সিটেও আর দেখতে পাইনি।’ অল্প সময়ের মধ্যেই সেই ফোন উদ্ধার করতে পেরেছে পুলিশ। তবে হুমায়ুন জানাতে চাননি কে বা কারা এই ফোন নিয়েছিল।