• ফের 'বড়সড়' বিপর্যয় উত্তর সিকিমে! ভেঙে পড়ল সেনার তৈরি সেই সেতুও! আটকে বহু পর্যটক...
    ২৪ ঘন্টা | ১১ ফেব্রুয়ারি ২০২৫
  • নারায়ণ সিংহ রায়: বেইলিব্রিজ ভেঙে ফের বিপর্যয় উত্তর সিকিমে। ফের বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা। ফের বিপর্যস্ত উত্তর সিকিমে। এর আগে গত বর্ষায় সেতুটি ক্ষতিগ্রস্থ হওয়ার কারণে বহুদিন বন্ধ ছিল যোগাযোগ ব্যবস্থা। তারপর সেনা রেকর্ড সময়ে মাত্র ৭২ ঘণ্টায় সেতুটি পুনর্নির্মাণ করে। কিন্তু এদিন একটি মালবাহী গাড়ি যাওয়ার পর ফের ভেঙে পড়ে সেই সেতু।

    মূলত উত্তর সিকিমের এই সংকলাং ব্রিজ, মঙ্গন ও চুংথাং-এর একটি অত্যাবশ্যকীয় সংযোগ। এখন সেতুটি ভেঙে যাওয়ার ফলে লাচেন এবং লাচুং-এর যোগাযোগ ব্যবস্থা প্রায় বিচ্ছিন্ন। উত্তর সিকিমে সানতালা খোলা ব্রিজ ভেঙে পড়ার জেরে আটকে পড়েছেন বহু পর্যটকও। প্রসঙ্গত ২০২৪-এর সেপ্টেম্বর মাসে পাহাড়ে অতি বৃষ্টির ফলে এই সেতুটি ভেঙে পড়ে। তখন যুদ্ধকালীন তৎপরতায় প্রশাসন সেনার সহযোগিতা নিয়ে সেতুটির পুনর্নির্মাণ করা হয়। মঙ্গলবার ফের দুর্বল সেতুটি হঠাৎ-ই ভেঙে পড়ে। 

    এই বিষয়ে হিমালয়ান হসপিটালিটি ট্যুরিজম ডেভলপমেন্ট নেটওয়ার্কের সাধারণ সম্পাদক সম্রাট সান্যাল বলেন, এই বেইলি ব্রিজটি বহুদিন ধরেই বিপর্যস্ত। ঘুরপথে সিকিম যাওয়ার ক্ষেত্রে এই সেতুটি ব্যবহার করা হত। তবে এখনই এই সেতু নিয়ে কোনও সমস্যায় পড়তে হবে না পর্যটকদের।দ্রুত এই ব্রিজটি মেরামতির কাজ শুরু হবে।

  • Link to this news (২৪ ঘন্টা)