বরুণ সেনগুপ্ত: জেরক্স করতে বেরিয়ে নিজের বাড়ির সামনে থেকেই উধাও মাধ্যমিক পরীক্ষার্থী, কৃতী ছাত্র অর্কদ্যুতি সরকার। উত্তর ২৪ পরগনার হালিশহরের মনসাতলার বাসিন্দা অর্কদ্যুতি। হালিশহর রামপ্রসাদ বিদ্যাপীঠের ছাত্র।
জানা গিয়েছে, মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার আগের দিন রবিবার সন্ধেবেলা জেরক্স করার জন্য সাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়। তারপর থেকে তার আর কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। এই ঘটনায় হালিশহর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি কৃতী ছাত্র হিসাবে পাড়ায় পরিচিত অর্কদ্যুতির। এবারও স্কলারশিপ পায় সে।
পরিবারের লোকেদের দাবি, যেহেতু সে ভালো ছাত্র, তাই সেই কারণেই কেউ তাকে ইচ্ছাকৃতভাবে আটকে রেখেছে। এই ঘটনায় উদ্বেগ, দুঃশ্চিন্তা ও শোকের ছায়া পরিবারে। সিসিটিভির ফুটেছে দেখা যাচ্ছে যে, বাড়ির পাশের রাস্তা দিয়ে সাইকেল চালিয়ে চলে যাচ্ছে অর্কদ্যুতি। কিন্তু তারপর অর্কদ্যুতি কোথায় গেল? কোনও উত্তর নেই!
তদন্ত চালাচ্ছে পুলিস। কিন্তু এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি তার। ওদিকে দক্ষিণ সোমবার বাংলা পরীক্ষার দিন-ই আচমকা ২৪ পরগনার ক্যানিংয়ে মাধ্যমিক পরীক্ষার্থী এক ছাত্রী নিখোঁজ হয়ে যায়। সেই ঘটনা প্রকাশ্যে আসতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। উদ্বিগ্ন পরিবার ইতিমধ্ইযে থানায় অভিযোগ জানিয়েছেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। নিখোঁজ ছাত্রীর খোঁজে শুরু হয়েছে তল্লাশি।