• বিধানসভায় চুরি! আইফোন খোয়া গেল তৃণমূল বিধায়কের, লবি থেকে...
    ২৪ ঘন্টা | ১১ ফেব্রুয়ারি ২০২৫
  • জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিধানসভায় চুরি! মোবাইল ফোন খোয়া গেল ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের। পুলিসের সহায়তায় শেষপর্যন্ত অবশ্য ফোন ফিরে পান তিনি। বিধায়ক বলেন, 'আমার ফেসলক করা আছে। কেউ ফোন পেলেই ব্যবহার করতে পারবে না'।

    বিধানসভায় এখন বাজেট অধিবেশন চলছে। আজ, মঙ্গলবার বিধানসভার লবিতে বসেছিলেন হুমায়ুন। পাশে রাখা ছিল তাঁর আই ফোন। বিধায়কের দাবি, অধিবেশন শুরুর হওয়ার ফোন না নিয়েই ভিতরে চলে যান তিনি। এরপর ফিরে এসে আর ফোনটি পাননি। বিধানসভায় কর্তব্যরত মার্শালদের ঘটনাটি জানান তৃণমূল বিধায়ক। কিন্তু বিধানসভার সিসিটিভি ফুটেজ দেখেও নাকি ফোনে হদিশ দিতে মেলেনি! শেষে খবর দেওয়া হয় হেয়ার স্ট্রিট থানায়।

    বিধানসভা বাইরে সাংবাদিকদের হুমায়ুন জানান, 'কীভাবে কোথায় গিয়েছে, হেয়ার স্ট্রিট থানার এক অফিসার এসে... লোকেশন ট্র্যাক করে যেভাবে হোক আমার ফোন আমি পেয়ে গিয়েছি। আর একজনের ফোন আজকে হারিয়েছে, পেয়ে গিয়েছে। বিকাশ রায়চৌধুরী'। তাঁর কথায়, আমার মেমারি খুব শার্প। সাবধানেই থাকি। আমার ফেসলক করা আছে। কেউ ফোন পেলেই ব্যবহার করতে পারবে না'।

  • Link to this news (২৪ ঘন্টা)