• সেনকোর উদ্যোগে চিত্র প্রদর্শনী ‘স্ট্রোকস অ্যান্ড স্ট্রাইকস’, গ্যালারি গোল্ডে চাঁদের হাট
    প্রতিদিন | ১১ ফেব্রুয়ারি ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গ্যালারি গোল্ডে শুরু হয়েছে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস নিবেদিত ‘স্ট্রোকস অ্যান্ড স্ট্রাইকস’ ছবির প্রদর্শনী।  প্রধান উদ্যোক্তা সেনকো গোল্ডের কর্ণধার শুভঙ্কর সেন। এই প্রদর্শনী নতুন শিল্পীদের সঙ্গে খ্যাতিমান শিল্পীদের কাজের মেলবন্ধন। নতুনরা একদিকে যেমন তাদের প্রতিভা প্রকাশ করার সুযোগ পাবেন। অন্যদিকে তেমনি প্রথিতযশা শিল্পীদের থেকে অনেক কিছু শেখার জানার সুযোগও থাকবে। রবীন্দ্র সরোবরে গ্যালারি গোল্ডের প্রদর্শনশালায় ১৬ ফেব্রুয়ারী পর্যন্ত চলবে এই প্রদর্শনী। ‘স্ট্রোকস অ্যান্ড স্ট্রাইকস’-এর উদ্বোধনে ছিলেন শিল্পী সমীর আইচ, শুভাপ্রসন্ন-সহ বিশিষ্টজনেরা।

    কর্ণধার শুভঙ্কর সেন বলেন, “পশ্চিমবঙ্গ সবসময়েই আর্ট-কালচারের জন্যা বিখ্যাত। সেই খ্যাতির কথা স্মরণ রেখে আমরা যদি এই সংস্কৃতিকে আরও এগিয়ে নিয়ে যেতে পারি, সেখানেই স্বার্থকতা। বছরে একবার দুবার আমরা উদীয়মান শিল্পীদের সুযোগ করে দিই। যাতে তাদের প্রতিভাকে তাঁরা তুলে ধরার সুযোগ পান। সঙ্গে প্রথিতযশা শিল্পীদের কাজও রাখা হয়েছে। বর্তমানে মোবাইল ফোনের যুগে মানুষের মধ্য়ে থাকা শৈল্পিক গুণগুলো টেকনোলজির কারণে হারিয়ে যাচ্ছে। সেই প্রতিভাকে যদি আমরা ধরে রাখতে পারি, সেই কারণেই এই প্রদর্শনী।”

    শুভঙ্কর সেনের এই প্রচেষ্টাকে বঙ্গবিভূষণ শিল্পী শুভাপ্রসন্ন ভট্টাচার্য সাধুবাদ জানান। শিল্পী সমীর আইচ বলেন, “জুনিয়র এবং সিনিয়র শিল্পীদের যে মেলবন্ধন চোখে পড়ে তা সত্য়িই আনন্দ দেয়। এর ফলে ওঁরাও অনেকটা উৎসাহ পান। যেটা খুব দরকার।” শিল্পী সুব্রত গঙ্গোপাধ্য়ায় বলেন, “এই যে জুনিয়র শিল্পীদের প্রচেষ্টা, তাঁদের লড়াই… এটাকে সাধুবাদ জানাই। শিল্পী শিপ্রা ভট্টাচার্য বলেন, “শিল্পের বিচার কখনও কে ছোট কে বড় এভাবে হয় না।” প্রদর্শনীতে সকলকে সাদর আমন্ত্রণ জানিয়েছেন কর্ণধার শুভঙ্কর সেন।

    দেখুন ভিডিও:
  • Link to this news (প্রতিদিন)