• রাজ্যের বিধানসভায় ভাষণ দিতে চান ধনখড়, দূত পাঠালেন দিল্লি থেকে
    এই সময় | ১১ ফেব্রুয়ারি ২০২৫
  • বিধানসভায় ভাষণ দিতে চান দেশের উপরাষ্ট্রপতি তথা রাজ্যের প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড়। উপরাষ্ট্রপতির তরফেই এই ভাষণ দেওয়ার ইচ্ছা প্রকাশ করা হয়েছে বলে খবর। সোমবার থেকে বিধানসভায় বাজেট অধিবেশন শুরু হয়েছে। বুধবার রাজ্য বাজেট। তার আগে মঙ্গলবার প্রকাশ্যে এসেছে এই খবর। সূত্রের দাবি, দিল্লি থেকে চিঠি এসেছে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে। ধনখড়ের এই বার্তা পেয়ে ভাবনা চিন্তা করছে বিধানসভা। বিশেষ অধিবেশন ডাকা হতে পারে বলে খবর।

    বিধানসভা সূত্রে খবর, কয়েক দিন আগে বিধানসভায় এসেছিলেন জগদীপ ধনখড়ের বিশেষ সচিব সুনীল গুপ্তা। তিনিই অধ্যক্ষকে জানান, উপরাষ্ট্রপতি পশ্চিমবঙ্গ বিধানসভায় এসে বক্তৃতা করতে চান। তবে এখন যে হেতু বাজেট অধিবেশন চলছে, সেই সুযোগ নেই বলেই খবর। তাই ভাবনা চিন্তা করা হচ্ছে, বিশেষ অধিবেশন ডেকে যদি এই সুযোগ করে দেওয়া যায়।

    কিন্তু উপরাষ্ট্রপতির এ হেন ইচ্ছাপ্রকাশ এবং তা রীতিমতো দূত পাঠিয়ে, তা নিয়ে শুরু হয়েছে চর্চা। কারণ, জগদীপ ধনখড় যখন এ রাজ্যের রাজ্যপাল ছিলেন, রাজ্যের সঙ্গে তাঁর ‘অম্লমধুর’ সম্পর্ক বার বারই প্রকাশ্যে এসেছে। বিভিন্ন বিষয়ে প্রায় রোজই তাল ঠোকাঠুকি চলত।

    সেই জায়গায় ধনখড়ের স্বতঃপ্রণোদিত হয়ে রাজ্য বিধানসভায় ভাষণ দিতে চাওয়া এবং বিধানসভা কর্তৃপক্ষের তাতে মান্যতা দেওয়ার বিষয় নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে। এমনও শোনা যাচ্ছে, রাজ্যের ভাষণই পড়তে রাজি ধনখড়। নিঃসন্দেহে গোটা বিষয়টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

  • Link to this news (এই সময়)