• ছুটি বাড়ল আরও এক দিন! চলতি সপ্তাহেই টানা চার দিন বন্ধ রাজ্য সরকারি অফিস
    আনন্দবাজার | ১১ ফেব্রুয়ারি ২০২৫
  • ছুটি বৃদ্ধি পেল রাজ্য সরকারের কর্মচারীদের। সপ্তাহান্তে আরও এক দিন অতিরিক্ত ছুটি পাবেন তাঁরা।

    মঙ্গলবার রাজ্য সরকার নতুন নির্দেশিকা জারি করে ছুটি বৃদ্ধির কথা ঘোষণা করেছে। আগে, রাজ্য সরকারের তালিকায় একই দিনে শব-এ-বারাত এবং পঞ্চানন বর্মার জন্মবার্ষিকী উপলক্ষে ছুটির কথা বলা হয়েছিল। কিন্তু নতুন নির্দেশিকা অনুযায়ী, শব-এ-বারাত এবং পঞ্চানন বর্মার জন্মবার্ষিকীর ছুটি আলাদা আলাদা দিনে দেওয়া হয়েছে।

    শব-এ-বারাত এবং পঞ্চানন বর্মার জন্মবার্ষিকী মিলিয়ে শুধু ১৪ ফেব্রুয়ারিই ছুটি দেওয়া হয়েছিল। নতুন নির্দেশিকা অনুযায়ী, শব-এ-বারাতের ছুটি ১৩ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) এবং পঞ্চানন বর্মার জন্মবার্ষিকীর ছুটি ১৪ ফেব্রুয়ারি (শুক্রবার)। তার পরেই শনি এবং রবিবার। বেশির ভাগ সরকারি অফিসই বন্ধ থাকে শনিবার। ফলে সপ্তাহান্তে টানা চার দিন ছুটির পাচ্ছেন সরকারি কর্মচারীদের একটা বড় অংশ।

    ১৩ ফেব্রুয়ারি শব-এ-বারাতের কারণে বিধানসভাও বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। ১২ ফেব্রুয়ারি বিধানসভায় এ বারের বাজেট পেশ করবেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তার পরের দিন, অর্থাৎ ১৩ ফেব্রুয়ারি বাজেট নিয়ে আলোচনার জন্য অধিবেশন বসার কথা ছিল। কিন্তু ছুটির কারণে বৃহস্পতিবার অধিবেশন বসবে না বিধানসভায়।

  • Link to this news (আনন্দবাজার)