JEE Main-এর রেজাল্ট প্রকাশিত হয়েছে মঙ্গলবার। দ্য ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ এই ফল প্রকাশ করেছে। রাজ্যের মধ্যে প্রথম হয়েছেন পূর্ব বর্ধমানের দেবদত্তা মাজি। জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন (JEE) মেইন ২০২৫-এর পেপার ১-এর ফল প্রকাশ হয়েছে এ দিন। অর্থাৎ BE/Btech-এর স্কোরকার্ড প্রকাশ পেয়েছে। তাতেই দেবদত্তার এই সাফল্য। পেপার ১-এ ১৪ জন পড়ুয়া ১০০ পেয়েছেন। ৯৯.৯৯৯২১ এনটিএ স্কোর হয়েছে দু’জনের, পশ্চিমবঙ্গের দেবদত্তা মাজি ও হরিয়ানার অমোঘ বনসলের।
২০২৩ সালে মাধ্যমিক পাশ করেছেন দেবদত্তা। ৭০-এর মধ্যে ৬৯৭ নম্বর পেয়ে মাধ্যমিকে প্রথম হয়েছিলেন তিনি। এ বার JEE Main-এও এত ভালো রেজাল্ট। কাটোয়া শহরের বিদ্যাসাগর পল্লিতে বাড়ি দেবদত্তাদের। বাবা জয়ন্ত মাজি কলেজের অধ্যাপক, মা শেলি মাজি দাঁ হাইস্কুলের শিক্ষিকা। বাবা, মায়ের একমাত্র সন্তান দেবদত্তা ছোট থেকেই পড়াশোনায় ভালো। JEE Main-এ ফিজিক্সে ১০০তে ১০০ পেয়েছেন। কেমিস্ট্রিতে পেয়েছেন ৯৯.৯৯, অঙ্কে ৯৯.৯৮।
দেবদত্তার মা জানান, মেয়ের যে ভালো রেজাল্ট হবে, আশা করেছিলেন। তবে আপাতত উচ্চমাধ্যমিকের প্রস্তুতিতে ব্যস্ত কাটোয়ার কন্যা। জয়েন্টের পরীক্ষা ছিল ২৯ জানুয়ারি। মেয়ে খুবই খেটেছিল বলে জানান শেলি। মেয়ে পরিশ্রমের ফল পেয়েছেন, দারুণ খুশি তিনি। এ দিন পেপার ওয়ান অর্থাৎ BE/Btech-এর রেজাল্ট প্রকাশ হয়েছে। JEE Main-এর দ্বিতীয় পত্র অর্থাৎ BArch/BPlanning-এর ফল প্রকাশিত হবে এর পর।