• বিশেষ ভাবে সক্ষম নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ, তুমুল অশান্তি শিলিগুড়িতে
    এই সময় | ১২ ফেব্রুয়ারি ২০২৫
  • বিশেষ ভাবে সক্ষম এক নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ব্যাপক উত্তেজনা ছড়াল শিলিগুড়ি পুর এলাকায়। অভিযুক্ত রাজস্থানের এক যুবক। তিনি প্রধাননগর থানা এলাকায় বাড়ি ভাড়া নিয়ে থাকেন। এ দিন প্রতিবেশী এক নাবালিকার সঙ্গে অভব্যতা করায় এলাকার লোকজন চড়াও হন। তাঁকে না পেয়ে মালিকের বাড়িতে ভাঙচুর চালান। এই ঘটনায় অভিযুক্ত-সহ ৯ জনকে আটক করা হয়। সকলেই রাজস্থানের বলে জানা গিয়েছে।

    অভিযোগ, দিন চারেক আগে ওই এলাকায় ভাড়া আসেন অভিযুক্ত যুবক। সোমবার ওই নাবালিকার বাড়িতে ঢুকেছিলেন তিনি। সেই সময় নাবালিকার মাকে দেখে পালিয়ে যান। মঙ্গলবার ফের ওই বাড়িতে ঢোকেন। অভিযোগ, নাবালিকার সঙ্গে অভব্যতা করতে গেলে সে চিৎকার করে। তাতেই এলাকার লোকজন জড়ো হয়ে যান।

    যুবক সেখান থেকে পালালেও যে বাড়িতে ভাড়া থাকেন, সেখানে স্থানীয় বাসিন্দারা চড়াও হন। অভিযুক্তকে না পেয়ে মালিকের ঘরে ভাঙচুর চালান। খবর পেয়ে প্রধাননগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়।

    অভিযুক্তের ছবি জোগাড় করে শুরু হয় খোঁজ। প্রথমে রাজস্থানের বাসিন্দা ওই যুবকের দাদাকে তুলে আনে পুলিশ। এর পরও অভিযুক্তের খোঁজ না মেলায় তাঁর সঙ্গে থাকা বাকিদেরও তুলে নিয়ে যায়।

    রাতে দার্জিলিং মোড় সংলগ্ন এলাকা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে প্রধাননগর থানায় জমায়েত করেছেন নাবালিকার পরিজনেরা। নাবালিকার মামার বক্তব্য, ঠিকমতো খোঁজ খবর না নিয়েই বাড়ি ভাড়া দিয়েছেন বাড়ির মালিক। পাড়ার লোকজন এগিয়ে না এলে তাঁর ভাগ্নির বড় ক্ষতি হয়ে যেত। শিলিগুড়ি পুলিশের ডেপুটি কমিশনার বিশ্বচাঁদ ঠাকুর জানান, লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। পকসো ধারায় মামলা রুজু হয়েছে।

  • Link to this news (এই সময়)