• কোচবিহারের বামনহাটে প্যাসেঞ্জার ট্রেনের পিছনে সজোরে ধাক্কা ইঞ্জিনের, আহত দুই শিশু সহ ছয় যাত্রী...
    আজকাল | ১২ ফেব্রুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক:‌ ফের উত্তরবঙ্গে কোচবিহারে রেল দুর্ঘটনা। কোচবিহারের বামনহাট স্টেশনে ইঞ্জিন ঘোরানোর সময় দাঁড়িয়ে থাকা প্যাসেঞ্জার ট্রেনের পিছনে সজোরে ধাক্কা মারে ইঞ্জিন। ওই ঘটনায় দুই শিশু সহ মোট ৬ জন যাত্রী আহত হয়। প্যাসেঞ্জার ট্রেনের শেষ বগিটি ইঞ্জিনের ধাক্কায় অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনাস্থলে পৌঁছন রেলের পদস্থ আধিকারিকরা। 

    জানা গেছে মঙ্গলবার সকালে বামনহাট স্টেশনে শিলিগুড়ি যাওয়ার উদ্দেশে ১৫৪৬৮ শিলিগুড়ি ইন্টারসিটি এক্সপ্রেস ট্রেনটির ইঞ্জিনের দিক পরিবর্তন করছিল। সেই সময় হঠাৎ করে ট্রেনের ইঞ্জিনটি সজোরে ধাক্কা মারে দাঁড়িয়ে থাকা ১৫৪৬৮ শিলিগুড়ি ইন্টারসিটি এক্সপ্রেসে। যার ফলে ট্রেনের ইঞ্জিনের পেছনের বগিটি ক্ষতিগ্রস্ত হয় এবং দুই শিশু সহ ৬ জন যাত্রী আহত হয়। আহতদের উদ্ধার করে রেল পুলিশ বামনহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় চিকিৎসার জন্য। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। 

    উত্তর–পূর্ব সীমান্ত রেলওয়ে মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে জানান, ‘‌ঘটনাটি শুনেছি। যারা আহত হয়েছে, তাদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।’‌

    প্রসঙ্গত, ২০২৪ সালের ১৭ জুন উত্তরবঙ্গের রাঙাপানিতে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার কবলে পড়েছিল। দুর্ঘটনায় লোকো পাইলট সহ ১০ জন মারা যান। এই ঘটনার ৪৪ দিন পর ৩১ জুলাই সেই রাঙাপানিতেই একটি তেল বোঝাই মালগাড়ি লাইনচ্যুত হয়। তারপর মঙ্গলবার কোচবিহারের বামনহাটে ঘটল দুর্ঘটনা। আতঙ্কিত সাধারণ মানুষ।
  • Link to this news (আজকাল)