বিধানসভার লবি থেকে হুমায়ুন কবীরের ফোন চুরি, দেড় ঘণ্টায় উদ্ধার করল কলকাতা পুলিশ ...
আজকাল | ১২ ফেব্রুয়ারি ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: এক সময় কলকাতা পুলিশকে স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে তুলনা করা হত তদন্তের ক্ষেত্রে তাঁদের দক্ষতার জন্য। মঙ্গলবার আবারও তদন্তের ক্ষেত্রে নিজেদের অনন্যতা এবং ক্ষুরধার বুদ্ধিমত্তার নিদর্শন রাখলেন কলকাতা পুলিশের অফিসাররা।
মঙ্গলবার রাজ্য বিধানসভার লবি থেকে মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরের খোয়া যাওয়া দামি আইফোন চুরি যাওয়ার মাত্র ১ঘন্টা ৪০ মিনিটের মধ্যেই সেই ফোন খুঁজে বিধায়কের হাতে তুলে দিলেন কলকাতা পুলিশ আধিকারিকেরা।
মঙ্গলবার রাজ্য বিধানসভার অধিবেশনে যোগ দেওয়ার জন্য বিধানসভায় ছিলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন। অধিবেশন শুরুর আগে লবির সোফাতে বসে কয়েকজন সহকর্মীর সাথে গল্প করছিলেন হুমায়ুন। হঠাৎই সেই সময় বিধানসভার অধিবেশন শুরু হওয়ার 'বেল' পড়ে যাওয়াতে হুমায়ুন তড়িঘড়ি সোফা ছেড়ে বিধানসভার অভ্যন্তরে চলে যান। তারপরই হুমায়ুনের খেয়াল হয়, নিজের আইফোনটি সোফাতেই ফেলে এসেছেন। দ্রুত সেখানে পৌঁছে হুমায়ুন নিজের ফোনটি আর খুঁজে পাননি। হুমায়ুন বলেন, 'এরপরই ঘটনাটি আমি বিধানসভায় কর্তব্যরত মার্শালদেরকে জানাই। তারা সিসিটিভি ফুটেজ দেখলেও কিছু করতে পারেনি। এর কিছুক্ষণ পরই বিধানসভায় এসে উপস্থিত হন হেয়ার স্ট্রিট থানার কয়েকজন আধিকারিক।' হুমায়ন বলেন ,'আমার আইফোন ১৩ মডেলটিতে যে সিম কার্ড রয়েছে সেটির নম্বর আমি ২০০৫ সাল থেকে ব্যবহার করছি। তবে ফোনটি গত তিন বছর ধরে ব্যবহার করছি। ওই ফোনটিতে আমার প্রচুর গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। হঠাৎই ফোনটি খোয়া যাওয়াতে আমি কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েছিলাম।' হুমায়ুন জানান, 'ফোনটিতে আমার ফেসলক করা ছিল। তার ফলে যে ব্যক্তি ফোনটি নিয়েছিল সে কিছুতেই ফোনটি খুলতে পারেনি। ওই ব্যক্তি আমার নম্বরে আসা ফোন রিসিভ করে কথা বলছিল না।' হুমায়ুন কবীর জানান, 'কলকাতা পুলিশের এক আধিকারিক আমার কাছ থেকে আইফোনে থাকা নম্বরটি নেওয়ার পর তাঁরা ফোনটি ট্র্যাক করতে শুরু করেন। ফোনটি আমার হাতছাড়া হওয়ার মাত্র ১ ঘণ্টা ৪০ মিনিটের মধ্যে কলকাতা পুলিশের আধিকারিকেরা আমার হাতে আমার ফোন ফিরিয়ে দেন। আমাকে জানানো হয়েছে কলকাতার কিড স্ট্রিটের কোনও এক ব্যক্তি বিধানসভার লবি থেকে আমার ফোনটি চুরি করেছিল। সেই ব্যক্তিকেও পুলিশ ধরেছে।'