লাভপুরে মহোৎসবের প্রসাদ খেয়ে আক্রান্ত হাজারের বেশি ভক্ত, হাসপাতালে ভর্তি ৩০০-র বেশি ...
আজকাল | ১২ ফেব্রুয়ারি ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: বীরভূমের লাভপুরে মহোৎসবের প্রসাদ খাওয়ার পর পেটের রোগে আক্রান্ত হয়েছেন তিনটি গ্রামের শতাধিক মানুষ। গ্রামবাসীদের দাবি, আক্রান্তের সংখ্যাটা ১২০০-র কাছাকাছি। অনেকেই ভর্তি হয়েছেন হাসপাতালে। গ্রামে চালু করা হয়েছে মেডিক্যাল ক্যাম্প।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার লাভপুরের বড়গোগা গ্রামে এক পুজোর আয়োজন করা হয়েছিল। যেখানে মহোৎসবের আয়োজন করা হয়। ছোটগোগা, বড়গোগা ও হাজিডাঙ্গা গ্রামের শ'য়ে শ'য়ে মানুষ এই মহোৎসবের প্রসাদ খেতে আসেন।
রাত হলেই শুরু হয় সমস্যা। অনেকের বমি, পেট ব্যথা ও বারবার মলত্যাগের উপসর্গ দেখা দিতে শুরু করে। আক্রান্তদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর হলে তাঁদের দ্রুত লাভপুর ব্লক গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার সকালেই চিকিৎসকরা ওই তিনটি গ্রামে গিয়ে মেডিক্যাল ক্যাম্প চালু করেন এবং গ্রামবাসীদের শারীরিক অবস্থার খোঁজ নেন।
গ্রামবাসীদের দাবি, মোট আক্রান্তের সংখ্যা প্রায় ১২০০ জন। তবে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ৩০০ জনের মতো চিকিৎসাধীন রয়েছেন। যাঁদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। তাঁকে হাসপাতালে ভর্তি রেখে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে। চিকিৎসকদের মতে, এখনও পর্যন্ত সব রোগীর অবস্থাই স্থিতিশীল এবং আতঙ্কের কিছু নেই।
এমন ঘটনায় এলাকায় উদ্বেগের সৃষ্টি হয়েছে। কী কারণে এত মানুষ একসঙ্গে পেটের রোগে আক্রান্ত হলেন তা খতিয়ে দেখতে স্বাস্থ্য দপ্তর তদন্ত শুরু করেছে। খাবারে কোনও দূষণ ছিল কিনা, তা যাচাই করতে নমুনা সংগ্রহ করা হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে সকলকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।