• ন্যায্য মজুরি দাও, নাহলে কাজ করব না, ঠিকাদারি সংস্থার শ্রমিক বিক্ষোভের জেরে উত্তাল আসানসোল রেলস্টেশন ...
    আজকাল | ১২ ফেব্রুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: কম পয়সায় খাটিয়ে নিচ্ছে ঠিকাদার।  ন্যায্য মজুরি না পেলে কাজ করব না। মঙ্গলবার সকালে এই দাবি তুলে আসানসোল স্টেশনে কাজ বন্ধ করে দিলেন স্টেশনে কর্মরত রেলের ঠিকাদার সংস্থার শ্রমিকরা। তাঁদের অভিযোগ, ঠিকাদার সংস্থা মাসে মাত্র ৯ হাজার টাকা দিয়ে তাঁদের দিয়ে রেললাইন থেকে প্ল্যাটফর্ম সব পরিষ্কার করিয়ে নিচ্ছে। এই টাকায় সংসার চলছে না। ফলে মাসিক বেতন কম করেও ১২,০০০ টাকা দিতে হবে। 

    রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ স্টেশন আসানসোল। বহু দূরপাল্লার গাড়ি এই স্টেশনে যেমন থামে তেমনি এই স্টেশন ব্যবহার করে দেশের বহু জায়গায় যাওয়ার জন্য ট্রেন ধরা যায়। প্রতিদিন যাত্রীদের ভিড়ে গমগম করে স্টেশন চত্বর।‌ স্বাভাবিকভাবেই কর্মীদের এই কর্মবিরতির জেরে যেমন রেল দপ্তর সমস্যায় পড়েছে তেমনি সমস্যায় নিত্যযাত্রীরা। স্টেশনের যত্রতত্র ছড়িয়ে আছে ময়লা। 

    কর্মীদের দাবি, বেতন ছাড়াও তাঁদের মাসে চারদিন ছুটি দিতে হবে। দিতে হবে পিএফ ও ইএসআই। আন্দোলনরত শ্রমিক মলয় রজক দাবি করেন, রেলের এক পদস্থ কর্তা বলেছিলেন তাঁদের বেতন কম করে মাসিক ১৫,০০০ টাকা হওয়া উচিত। অথচ এই কথা কেউ কর্ণপাত করছে না। কাজ পাওয়ার জন্য ঠিকাদার কম টাকায় এই কাজ ধরেছে। যার জন্য শোষিত হচ্ছেন শ্রমিকরা। ঠিকাদার এবিষয়ে শ্রম কমিশনের কোনও নিয়ম মানছেন না বলে অভিযোগ শ্রমিকদের। তাঁদের স্পষ্ট বার্তা, দাবি না মানা পর্যন্ত কোনও কাজ হবে না। 

    বিষয়টি নিয়ে আসানসোল ডিভিশনের জনসংযোগ আধিকারিক বিপ্লব বাউরি জানান, রেল নিজেদের কর্মী দিয়ে কাজ চালাচ্ছে। যদি ঠিকাদার সংস্থা এটা মিটিয়ে নিতে না পারে তাহলে রেল আইন অনুযায়ী পদক্ষেপ নেবে। এই ধরনের গুরুত্বপূর্ণ কাজ কোনোভাবেই বন্ধ রাখা যাবে না।নজরে কলকাতার সরকারি স্বাস্থ্য পরিষেবা, স্টেট লেভেল গ্ৰিভান্স সেলের বৈঠকে আলোচনায় উঠল কী কী? 
  • Link to this news (আজকাল)