পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার সময় পথ দুর্ঘটনায় গুরুতর জখম মাধ্যমিক পরীক্ষার্থী–সহ চার...
আজকাল | ১২ ফেব্রুয়ারি ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার সময় পথ দুর্ঘটনায় গুরুতর জখম মাধ্যমিক পরীক্ষার্থী–সহ চার জন। মঙ্গলবার বিকেলে দুর্ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার হাড়োয়া থানার ভিগেরহাটি এলাকায়। জখম মাধ্যমিক পরীক্ষার্থীর নাম আরফাজ মোল্লা। গুরুতর জখম অবস্থায় চারজনই হাসপাতালে চিকিৎসাধীন।
মঙ্গলবার মাধ্যমিকের দ্বিতীয় দিনে ইংরেজি পরীক্ষা ছিল। দুপুর দুটো নাগাদ পরীক্ষা শেষ হয়। আরফাজ তাঁর বন্ধু তুহিন মোল্লার বাইকে চেপে বাড়ি ফিরছিল। সঙ্গে আরও এক বন্ধু ছিল। বাইকটি হাড়োয়ার দিক থেকে গোপালপুরের দিকে যাচ্ছিল। পথে ভিগেরহাটি এলাকায় রাস্তার পাশের একটি ইটের পাঁজায় বাইকটি সজোরে আঘাত করে। তারপর বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে এক সাইকেল আরোহীকে ধাক্কা মারে।
মাধ্যমিক পরীক্ষার্থী আরফাজ ও তাঁর দুই বন্ধু রাস্তার ওপরে ছিটকে পড়ে। সাইকেল আরোহীও জখম হন। স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখান থেকে তাঁদের হাড়োয়া গ্রামীণ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
স্থানীয় বাসিন্দা মহম্মদ গোলাম মোল্লা বলেন, ‘স্কুলের ইউনিফর্ম পরা এক কিশোরকে মাঝখানে বসিয়ে বুলেট মোটরবাইকটি অত্যন্ত দ্রুত গতিতে যাচ্ছিল। বাইকটি রাস্তার পাশের একটি ইটের পাঁজায় প্রথমে আঘাত করে। তারপর নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি এক সাইকেল আরোহীকেও ধাক্কা মারে। রক্তাক্ত অবস্থায় চার জনকে উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁদের হাড়োয়া গ্রামীণ হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি জানান, মাধ্যমিক পরীক্ষার্থী–সহ বাইক আরোহী তিনজনের কারও মাথায় হেলমেট ছিল না। আহত তিন জনের মধ্যে মাধ্যমিক পরীক্ষার্থী কিশোরের আঘাত সবচেয়ে গুরুতর।