• রেশন দোকানে কাজ নিয়ে দু’‌জনের মধ্যে ঝগড়া, রিষড়ায় যুবক খুনের ২৮ দিনের মাথায় গ্রেপ্তার প্রতিবেশী বন্ধু...
    আজকাল | ১২ ফেব্রুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক:‌ রেশন দোকানে কাজ নিয়ে দু’‌জনের মধ্যে ঝগড়া। রিষড়ায় যুবক খুনের ২৮ দিনের মাথায় গ্রেপ্তার প্রতিবেশী বন্ধু। পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৪ জানুয়ারি সন্ধেয় রিষড়া সুগলিগলিতে খুন হয় কলেজ পড়ুয়া অভিষেক পাশোয়ান। সেদিন রাতেই অভিষেকের দিদি রিষড়া থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ খুনের নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করে। ঘটনার পরেই বেশ কয়েক জনকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। সঠিক কোনও তথ্য প্রমাণ না মেলায় এতদিন অভিযুক্তের নাগাল পায়নি পুলিশ। সোমবার রাতে রিষড়া পিএল মুখার্জি রোড থেকে সুজল সাউ (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করে রিষড়া থানার পুলিশ। মঙ্গলবার তাকে ১০ দিনের পুলিশ হেফাজত চেয়ে শ্রীরামপুর মহকুমা আদালতে পেশ করা হয়। 

    চন্দননগরের ডিসিপি অর্ণব বিশ্বাস জানান, ঘটনার দিন সন্ধেয় ওই যুবকের গতিবিধি দেখে পুলিশের সন্দেহ হয়। জিজ্ঞাসাবাদ করতে গিয়ে তার কথায় অসঙ্গতি ধরা পরায় আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, রেশন দোকানে কাজ করা নিয়ে দু’‌জনের মধ্যে ব্যক্তিগত শত্রুতা তৈরি হয়েছিল। সেই কারণেই এমন ঘটনা ঘটিয়েছে অভিযুক্ত। 

    জানা গেছে, অভিষেক যে রেশন দোকানে কাজ করত, সেখানে তার বন্ধু সুজলকে কয়েক দিনের জন্য কাজে ঢোকায়। অভিষেক রিষড়া বিধান কলেজে পড়ত। পাশাপাশি রেশন দোকানে কাজ করে সেখান থেকে রেশন কার্ড তৈরি ও সংশোধন করে দিয়ে কিছু বাড়তি টাকা আয় করত। পরীক্ষা থাকায় কয়েকদিনের জন্য সুজলকে সেই কাজ করতে বলে।

     ভিযোগ, কিছুদিন পর সুজলকে কাজ থেকে সরিয়ে দেয় অভিষেক। বন্ধুর থেকে এমন ব্যবহার পেয়ে তার মাথায় রাগ চেপে যায়। ঘটনার দিন সন্ধেয় যখন অভিষেক বাড়ি ফিরছিল, তাকে পিছন থেকে ছুরি মেরে হত্যা করে পালিয়ে যায় সুজল। পরে তদন্তে নেমে পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে মোবাইল লোকেশান দেখে অভিযুক্তকে চিহ্নিত করে। 

     
  • Link to this news (আজকাল)